আন্তর্জাতিক

মোদীর শপথ অনুষ্ঠানে আদানি-আম্বানি-শাহরুখ

মোদীর শপথ অনুষ্ঠানে আদানি-আম্বানি-শাহরুখ

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার (৯ জুন) সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি, মুকেশ আম্বানি, বলিউড তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার, দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তসহ কয়েক হাজার অতিথি।

Advertisement

অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রতিবেশী দেশগুলোর অন্যান্য সরকারপ্রধানরাও।

#WATCH | Adani group chairman Gautam Adani & actor Akshay Kumar at the Forecourt of Rashtrapati Bhavan for the oath ceremony. pic.twitter.com/lObEBTsqvt

— ANI (@ANI) June 9, 2024

রোববার (৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে আট হাজারের বেশি বিশিষ্টজনের উপস্থিতি দেখা যাবে।

Advertisement

শপথগ্রহণ শেষে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেবেন অতিথিরা।

কেএএ/