আন্তর্জাতিক

মোদীর শপথ অনুষ্ঠানে পৌঁছেছেন শেখ হাসিনা

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার (৯ জুন) সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার এই শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবারই নয়াদিল্লি পৌঁছান শেখ হাসিনা। তিনি ছাড়াও শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিশেলসের শীর্ষ নেতারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

#WATCH | Bangladesh PM Sheikh Hasina arrives at Rashtrapati Bhavan to attend the oath ceremony of Prime Minister-designate Narendra Modi pic.twitter.com/BcwfMmTSLs

— ANI (@ANI) June 9, 2024

রোববার (৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে আট হাজারের বেশি বিশিষ্টজনের উপস্থিতি দেখা যাবে।

Advertisement

Delhi | Nepali PM Pushpa Kamal Dahal, Bangladesh PM Sheikh Hasina, Maldives President Mohamed Muizzu, Sri Lankan President Ranil Wickremesinghe, Mauritius PM Pravind Jugnauth and Vice President of Seychelles Ahmed Afif attend the oath ceremony of PM-designate Narendra Modi at… pic.twitter.com/JX7mUaH4Wq

— ANI (@ANI) June 9, 2024

শপথগ্রহণ শেষে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেবেন অতিথিরা। পরে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে বৈঠক করবেন শেখ হাসিনা। 

কেএএ/

Advertisement