জাতীয়

দুদকের কাছে ১৫ দিন সময় চাইলেন বেনজীরের স্ত্রী ও দুই কন্যা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে ১৫ দিন সময় চেয়ে আবেদন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জা ও তার দুই কন্যা।

Advertisement

বেনজীরের স্ত্রী ও দুই কন্যাকে রোববার (৯ জুন) দুদকে হাজির হতে তলব করা হয়েছিল। কিন্তু সকালে তাদের পক্ষে আইনজীবী সময় চেয়ে দুদকে আবেদন করেন। দুদক সূত্রে বিষয়টি জানা গেছে।

আরও পড়ুনস্ত্রী-কন্যাসহ বেনজীরকে দুদকে তলবআজিজ-বেনজীর ইস্যুতে সরকার বিব্রত নয়: কাদের

তদন্ত সংশ্লিষ্ট দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, আইনজীবীর মাধ্যমে বেনজীরের স্ত্রী জিশান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীর দুদকে হাজির হতে আরও ১৫ দিন সময় চেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

গত ২৮ মে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের পাঠানো নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও দুই মেয়েকে ৯ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়।

আরও পড়ুনবেনজীরকে ১৭ দিন সময় দিলো দুদকস্ত্রী-কন্যাসহ বেনজীরের বিরুদ্ধে মামলার পথে দুদক

কিন্তু গত ৫ জুন আইনজীবীর মাধ্যমে দুদকে হাজির হতে ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন বেনজীর। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন তাকে ১৭ দিন সময় দিয়ে ২৩ জুন হাজির হতে চিঠি পাঠায়।

এসএম/এমকেআর/জেআইএম

Advertisement