বিনোদন

উৎসবমুখর পরিবেশের নিশ্চয়তা পেলে এফডিসিতে কোরবানি দেবেন পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০১৬ সালে প্রথমবারের মতো তিনি এফডিসিতে কোরবানি দিয়ে সবাইকে চমক দেন। সহকর্মীদের জন্য একটানা ছয় বছর এফডিসিতে কোরবানি দিয়েছিলেন হালের জনপ্রিয় এ চিত্রনায়িকা। এফডিসিতে তার কোরবানি দেওয়ার বিষয়টি বেশ প্রশংসিত হয়।

Advertisement

পরীমণি সে সময় জানিয়েছিলেন, যতদিন বেঁচে থাকবেন, এফডিসিতে তিনি কোরবানি দেবেন। চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবেন। এমন কথার ধারাবাহিকতা একটানা ধরে রেখেছিলেন পরী।

আরও পড়ুন:

পরীমণির রহস্যময় পোস্ট একঝাঁক নায়িকার সঙ্গে শাকিব

সবশেষ ২০২১ সালে ৬টি গরু কোরবানি দেন এই নায়িকা। কিন্তু সে বছর এফডিসির ভেতর কোরবানি দেওয়ার নিষেধাজ্ঞা থাকায় পরীমণি বাইরে কোরবানি দেন।

Advertisement

আর কয়েকদিন পরেই ঈদুল আজহা। এফডিসিতে প্রবেশ করলেই অনেক শিল্পী জানতে চাইছেন- ‘এবার কি পরীমণি এফডিসির ভেতর কোরবানি দেবেন?’

এবারের কোরবানি দেওয়ার বিষয়টি জানতে পরীমণি বলেন, ‘এবারও কোরবানি দিতে চাই। আমার দেওয়া বিগত কোরবানিগুলো সবাই মিলে আনন্দ-উৎসবের সঙ্গে দিয়েছি। তবে সবশেষ দেওয়া কোরবানি নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তাই আমি এফডিসিতে কোরবানি দেওয়া থেকে সরে এসেছি।’

এফডিসিকে নিজের পরিবার অভিহিত করে পরীমণি বলেন, ‘আমার পরিবারের সঙ্গে আমি আনন্দ উল্লাস করে কোরবানি দিতে চাই। যদি এফডিসির কেউ ভেতরে আনন্দময় পরিবেশে সবাইকে একসঙ্গে নিয়ে কোরবানি দেওয়ার নিশ্চয়তা দিতে পারে তবে কোরবানি দেবো।’

পরীমণি মাতৃত্বকালীন ছুটি শেষে শোবিজে আবারও সরব হয়েছেন। একের পর এক নতুন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন এ নায়িকা। সবশেষ কথাসাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজে অভিনয় করছেন। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন পরীমণি। সিরিজটি নির্মাণ করছেন পরিচালক অনম বিশ্বাস।

Advertisement

এমআই/এমএমএফ/এএসএম