বলিউড তারকা ও ভারতের সদ্যনির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাউতের চড়কাণ্ডের আলোচনা-সমালোচনা এখনো শেষ হয়নি। এর মাঝেই কলকাতায় ঘটেছে আরকেটি চড়কাণ্ড! এটি নিয়ে এখন চলছে নানান ধরনের চর্চা।
Advertisement
এবার এক রেস্তোরাঁ মালিককে চড় মারলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। শুক্রবার (৭ জুন) রাতে কলকাতার নিউটাউনের একটি রেস্তোরাঁর সামনে এ ঘটনায় তুমুল হাতাহাতি হয়। যদিও সোহম নিজেই মারধরের বিষয়টি স্বীকার করেছেন।
TMC MLA Soham Chakraborty mercilessly beats, drags by collar a restaurant staffer and then misuses his security to beat up other staffers in Kolkata's New Town.Well, no action will be taken against him by Mamata Banerjee's police coz, in West Bengal, the law is of the ruler as… pic.twitter.com/97LcISEk8u
— Dr.Indranil Khan (Modi ka Parivar) (@IndranilKhan) June 8, 2024এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের সংবাদ থেকে জানা গেছে, শুক্রবার নিউটাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেখানে একটি রেস্তোরাঁর বাইরে শুটিংয়ের অনেক গাড়ি রাখা ছিল। এ সময় রেস্তোরাঁর মালিক তার হোটেলের সামনে থেকে একটি গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করেন। সোহমের নিরাপত্তারক্ষীরা উত্তর দেন, ‘বিধায়কের শুটিং চলছে, তাই এখান থেকে কোনো গাড়ি সরানো যাবে না।’
Advertisement
সোহমের নিরাপত্তারক্ষীদের এমন উত্তরে তখন উত্তেজিত হয়ে গাড়ি সরাতে বলেন ওই রেস্তোরাঁ মালিক। তিনি অগ্নিশর্মা হয়ে বলেন, ‘বিধায়ক যেই হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে। আমার গেস্ট আসবে।’
এমটা বলার পরেই শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। কিছুক্ষণ পর সোহম ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে হাতাহাতি, তারপর চড়কাণ্ড ঘটে।
এ প্রসঙ্গে সোহমের ভাষ্য, “হোটেলের মালিক দাম্ভিক আচরণ শুরু করেন। আমি শুনতে পাই যে, ‘কে এমএলএ আমার জানার দরকার নেই।’ সব থেকে বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাজে কথা বলেছেন। তখনই মাথাটা গরম হয়ে যায়। তবে হ্যাঁ, মেরেছি।’
রোস্তোরাঁর মালিকের দাবি, তিনি শুধুমাত্র হোটেলের গেট থেকে গাড়ি সরিয়ে পার্কিংয়ে রাখতে বলেছিলেন। আর এ কারণেই তার উপর চড়াও হন সোহম ও তার নিরাপত্তারক্ষীরা। বেদম মারধরের পাশাপাশি ওই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই মালিক।
Advertisement
এমএমএফ/জেআইএম