খাগড়াছড়িতে বালুবোঝাই ট্রাক্টরে বিদেশি মদ পরিবহনের সময় তিন যুবককে আটক করেছে পুলিশ। এসময় ১০৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
Advertisement
শুক্রবার (৭ জুন) সন্ধ্যার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সামনে থেকে মদসহ তাদের আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত বালুবোঝাই ট্রাক্টরটি জব্দ করা হয়।
শনিবার (৮ জুন) সকালের দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মুক্তা ধর এসব তথ্য জানান।
আটকরা হলেন, পানছড়ির দমদম এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে মো. জামাল হোসেন (৪২), হাসান নগরের মো. আব্দুল মান্নানের ছেলে মো. আবু সিদ্দিক (৩৫) ও জিয়ানগরের মো. মলু মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (২৮)।
Advertisement
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ পানছড়ি থেকে খাগড়াছড়িগামী একটি বালুবোঝাই ট্রাক্টরে তল্লাশি চালিয়ে বালুর নিচে চারটি কার্টুনে রক্ষিত ১০৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বিশ্বাস জানান, আটকদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। চক্রের মূলহোতাদের ধরতে আসামিদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।
মুজিবুর রহমান ভুইয়া/এনআইবি/জেআইএম
Advertisement