বিনোদন

একসঙ্গে ঈদের জোড়া নাটকের শুটিং

আসছে ঈদের জন্য এক জোড়া অর্থাৎ, দুটি নাটকের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হলো পূবাইলের একটি শুটিং স্পটে। নাম চূড়ান্ত না হওয়া এ দুটি নাটক নির্মাণ করেছেন পরিচালক রাকিব খান।

Advertisement

দুটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। এছাড়া নাটক দুটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনিরুজ্জামান মনি ও রেজমিন সেতু।

আরও পড়ুন:

নতুন ওয়েব ফিল্ম ‘স্বয়ংবর’ ঈদের সিনেমা ‘ময়ূরাক্ষী’র নতুন চমক, আইটেম গানে রিকশা পেইন্ট

মনিরুজ্জামান মনি নাটক দুটির গল্প প্রসঙ্গে জানান, একটি নাটকে এক যুবকের মানসিক অস্থিরতা এবং অন্য নাটকে পৃথিবীব্যাপী যে ভূখণ্ড দখলের লড়াই সেই গল্প দুই ভাইয়ের দ্বন্দ্বের মধ্য দিয়ে প্রতীকীভাবে উঠে এসেছে।

Advertisement

নাটকের ধরন প্রসঙ্গে অভিনেতা মনিরুজ্জামান মনি আরও জানান, কমেডি ঘরানার এ গল্প দুটি দর্শক দেখে মজা পাবে। সবচেয়ে বড় হচ্ছে- কথা নাটক দুটির মেসেজ (বার্তা) অনেক সুন্দর।

তামিম আল হাসানের রচনায় রাকিব খানের নির্মাণে দর্শকদের ঈদের আনন্দে রাঙিয়ে দিতেই এ প্রয়াস। পরিচালক রাকিব খান জানান, কোন চ্যানেলে নাটক দুটি প্রচারিত হবে তা এখনো চূড়াত হয়নি। বর্তমানে নাটক দুটি সম্পাদনার টেবিলে রয়েছে। নাটক দুটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সিনি স্নিগ্ধা, মুক্তা, যৌথ খান প্রমুখ।

এমআই/এমএমএফ/এমএস

Advertisement