আন্তর্জাতিক

মোদীর শপথ সামনে রেখে মন্ত্রণালয় ভাগাভাগির বৈঠক জোটের

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানকে সামনে রেখে ফের বৈঠকে বসতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এবারের বৈঠকের আলোচ্য বিষয় মন্ত্রণালয় ভাগাভাগি। অর্থাৎ জোটের শরিকদের কোন কোন মন্ত্রণালয় দেওয়া হবে তা ঠিক করা হবে। যদিও এ বিষয়ে এরই মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে।

Advertisement

এর আগে এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে রোববার (৯ জুন) শপথ নেবেন মোদী। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি।

আরও পড়ুন>

মোদীর শপথ নিয়ে কাটলো ধোঁয়াশা পশ্চিমবঙ্গ থেকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকতে পারেন যারা

নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই জানানো হয়েছিল শনিবার (৮ জুন) শপথ নেবেন মোদী। কিন্তু এরপর জল্পনা ছড়ায় ৮ নয়, ৯ জুন শপথ নেবেন ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

জোটের গুরুত্বপূর্ণ নেতা নাইডু ও নীতিশ কুমার এরই মধ্যে বিজেপির প্রতি সমর্থন দিয়েছেন। ফলে তাদের আর সরকার গঠনে বাধা নেই। তবে নতুন সরকারের মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে চলছে দরকষাকষি। জোটের সদস্যরা এবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চাইছে। কারণ জোটের ওপর নির্ভর করেই এবার সরকার গঠন করতে হচ্ছে মোদীকে।

দেশটির লোকসভায় মোট আসন ৫৪৩। এর মধ্যে এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন।

সরকার গঠনের জন্য এবার একক সংখ্যাগরিষ্ঠাতা পায়নি বিজেপি। দলটি মোট ২৪০ আসনে জয় পেয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসন থেকে কম।

সূত্র: এনডিটিভি

Advertisement

এমএসএম