বিবিধ

কারো রক্তের প্রয়োজন হলে ছুটে যান তারা

কেউ তরুণ, কেউ যুবক। তাদের মধ্যে বয়সের পার্থক্য থাকলেও চিন্তা-চেতনা ও মনন একসূত্রে গাঁথা। কোথাও কোন দুর্ঘটনা কিংবা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কারো রক্তের প্রয়োজন- এমন সংবাদ পেলেই ছুটে যাচ্ছেন তারা। তাদের দেয়া রক্তের কারণে বেঁচে যাচ্ছে অনেক মূল্যবান জীবন।

Advertisement

বলছিলাম চট্টগ্রামের সাতকানিয়া ব্লাড ব্যাংকের কথা। সাত বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সাতকানিয়া ব্লাড ব্যাংক’ নামে একটি পাবলিক গ্রুপ তৈরি করে একদল স্বপ্নবাজ শিক্ষার্থী। সময়ের পরিক্রমায় এই গ্রুপে যুক্ত হয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বর্তমানে ১৮ হাজারেরও বেশি মানুষ যুক্ত হয়েছে এই গ্রুপে। এই সাত বছরে অন্তত পাঁচ হাজার মানুষকে রক্ত দান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই গ্রুপের সদস্যরা।

এই সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে সাতকানিয়ার কেরানীহাটের একটি মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল ইসলাম বাবর। সভাপতিত্ব করেন ‘সাতকানিয়া ব্লাড ব্যাংক’ গ্রুপের অ্যাডমিন খোরশেদ আলী।

Advertisement

মডারেটর তারেক উদ্দীন জিসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডমিন হানিফ সুজন, মো. রিদুয়ান ও মিজানুর রহমান এবং মডারেটর সামির মোহাম্মদ। উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরি সদস্য ও শুভাকাঙ্ক্ষী সদস্যরা।

অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতা ও সক্রিয় সদস্যদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

এমএমএআর/এমএস

Advertisement