খেলাধুলা

কানাডাকে ১৩৭ রানে আটকে দিলো আয়ারল্যান্ড

শুরু থেকে শেষ পর্যন্ত একই ধরনের ব্যাটিং করে আয়ারল্যান্ডের সামনে বড় পুঁজি গড়তে পারেনি কানাডা। ৭ উইকেটে ১৩৭ রান করেছে তারা। অর্থাৎ বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিতে ১৩৮ রান করতে হবে আয়ারল্যান্ডকে।

Advertisement

আজ শুক্রবার নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রান তোলার সঙ্গে উইকেটও হারাতে থাকে কানাডা। দলীয় ১২ রানে আউট হন নবনীত ধালিওয়াল (১০ বলে ৬)। ম্যাচ ধরার চেষ্টা করেও বেশিদূর এগোতে পারেননি অ্যারন জনসন (১৩ বলে ১৪) ও পারগত সিং (১৪ বলে ১৮)।

৭ রানে ফেরত যান দিলপ্রীত বাজওয়া। ৫৩ রানে কানাডার ছিল না ৪ উইকেট। এরপরই দলকে মান বাঁচানো একটি পুঁজি এনে দিতে ৬৩ বলে ৭৫ রানের জুটি করেন নিকোলাস কিরটন ও শ্রেয়াস মোভা।

তবে এদিন ফিফটি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হয় কিরটনকে। মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চরি করতে পারেননি তিনি। ৩৫ বলে ৪৯ রানে আউট হন তিনি। কিছুটা দেখেশুনে খেলে ৩৬ বলে ৩৭ রান করেন মোভা।

Advertisement

কানাডার পুঁজি আরেকটু বড় হতে পারতো, যদি ১৯তম ওভারে দুই উইকেট না হারাতো। ওই ওভারে সেট হওয়া দুই ব্যাটার আউট হন। রান হয় মাত্র ২। শেষমেশ ১৩৭ রান তুলতে পারে কানাডা।

আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ক্রেইগ ইয়াং ও ব্যারি ম্যাকার্থি।

এমএইচ/

Advertisement