খেলাধুলা

রিয়াল মাদ্রিদই বিশ্বের সেরা ক্লাব: মেসি

চলতি মৌসুমেই ৩৫ বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন ও ১৫ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনায় লিওনেল মেসি থাকাকালীন সময়ে খুব কমই সাফল্য পেয়েছিল রিয়াল। কিন্তু মেসির স্পেন ছেড়ে যাওয়ার পরবর্তী সময়ে বেশ আধিপত্য বিস্তার করে খেলে যাচ্ছে লস ব্লাঙ্কসরা। এমন ক্লাবকেই বিশ্বের সেরা ক্লাব হিসেবে আখ্যায়িত করলেন সময়ের সেরা ফুটবলার মেসি।

Advertisement

বর্তমানে কোপা আমেরিকা খেলতে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ঘাম ঝরাচ্ছেন আর্জেন্টিনার ফুটবলাররা। সেখানেই ‘ইনফোবাই’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘যদি আপনি ক্লাব বলতে চান, তাহলে অবশ্যই রিয়াল মাদ্রিদ। কারণ, তারা বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। সম্প্রতি তারা অনেক ভালো খেলছে। আমার মনে পড়ে, তাদের আগে সিটি (ম্যানচেস্টার সিটি) চ্যাম্পিয়ন হয়েছে। তার আগেও রিয়াল জিতেছে।’

রিয়ালের প্রশংসা করলেও ম্যানচেস্টার সিটিকেও পারফরম্যান্স বিবেচনায় বিশ্বের সেরা ক্লাব বললেন আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার মেসি।

মেসি বলেন, ‘আমার কাছে গার্দিওলার (পেপ গার্দিওলা) সিটির খেলা ভালো লাগে। আমার কাছে মনে হয়, গার্দিওলা বিশ্বের যে ক্লাবেরই কোচ হন না কেন সেটি বিশেষ কিছু। কারণ তার খেলার ধরণই তাকে আলাদা করে রাখে। যেভাবে তিনি অনুশীলন করান, যেভাবে খেলোয়াড়দে নিয়ে কাজ করেন। যদি পারফরম্যান্সের দিক ধরেন তাহলে সিটি সেরা দল এবং ফলাফল বিবেচনা করলে রিয়াল মাদ্রিদই সেরা।’

Advertisement

আরআর/এমএইচ/এএসএম