বাংলা গানের মহাজনদের গানে ক্রমেই সমৃদ্ধ হচ্ছে সংগীত পরিচালক পাভেল আরিনের ‘লিভিং রুম সেশান’। এবার সুরসম্রাট শচীন দেব বর্মণের ‘রঙ্গিলা’ গানটি নিয়ে এলো সংগীতের এ নতুন প্ল্যাটফর্ম।
Advertisement
নতুন আয়োজনে বাংলার সংগীত ভান্ডার থেকে সংগ্রহ করা শ্রুতিমধুর কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের উপযোগী করে তুলে ধরার মাধ্যমে এরই মধ্যে প্রশংসিত হয়েছে তারা। তারই ধারাবাহিকতায় শচীন কর্তার ‘রঙ্গিলা’ গানটি তারা প্রকাশ করলো নতুন প্রজন্মের সংগীতশিল্পী মাশা ইসলামের কণ্ঠে।
আরও পড়ুন:
রাকা পপির নতুন গান ঈদের সিনেমা ‘ময়ূরাক্ষী’র নতুন চমক, আইটেম গানে রিকশা পেইন্টটাইম জোন নিবেদিত লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি প্রকাশিত হয়। তবে যার মাধ্যমে নতুন আয়োজনে এলো গানটি তার পেছনের গল্পটা একেবারেই অন্যরকম। সংগীত পরিচালক পাভেল আরিনের কানে গানটি বেজেছিল সেই শৈশবেই। খেয়া মাঝির কণ্ঠে গানটি প্রথম শোনেন তিনি। তারপর গানটি মনে গেঁথে যায় তার।
Advertisement
পাভেলের কথায়, ‘লিভিং রুম সেশনের গানগুলো যখন বাছাই হচ্ছিলো তখন শচীন দেব বর্মণের বেশ কিছু গান আমাদের তালিকায় ছিল। এর মধ্যে ‘রঙ্গিলা’ গানটি বাছাই করার একটা বিশেষ ঘটনা রয়েছে, ছোটবেলায় নানিবাড়ি যেতে খেয়া পার হতে হতো। তখন খেয়া মাঝির মুখে প্রথম এই গানটি শোনা। সেই থেকে গানটি কানে লেগে আছে। পরবর্তীতে জানতে পারি গানটি বাংলা গানের মহাতারকা শচীন দেব বর্মণের।
নতুন আয়োজনে গানটির নির্মাণ প্রসঙ্গে পাভেল আরও বলেন, ‘প্রতিভাবান শিল্পী মাশা ইসলাম যত্ন সহকারে গানটি ধারণ করেছে। সংগীতায়োজনে চেষ্টা করেছি গানের বাণী এবং গায়কিকে প্রাধান্য দেওয়ার। আশা করি গানপ্রেমী শ্রোতাদের নতুন সাউন্ডে রঙ্গিলা গানটি ভালো লাগবে।’
লিভিং রুম সেশানে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, হাসান মতিউর রহমান ও গীতকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান প্রকাশিত হয়। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্ল্যাটফর্মে প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী, কণা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমাকে।
গানগুলোর অডিও প্রোডাকশান করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। পিআর পার্টনার ইস্টিশন কমিউনিকেশনস।
Advertisement
এমআই/এমএমএফ/এমএস