অর্থনীতি

ব্যবসায়ীদের দাবিতেই কালো টাকা সাদা করার সুযোগ: এনবিআর চেয়ারম্যান

ব্যবসায়ীদের দাবির কারণে কালো টাকা সাদা করার সুযোগ চালু করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

Advertisement

শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিন বিকেল ৩টায় শুরু হয় ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলন।

আরও পড়ুন

বিনাপ্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ কালো টাকার মালিকরা বাইরে গিয়ে ভোগবিলাস করেন কালো টাকা সাদার সুযোগ আ’লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘নানা কারণে কালো টাকা হয়। ব্যবসায়ী ছাড়াও জনসাধারণ দাবি করেছিল বলে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল যে কয়েকজন ব্যবসায়ী অডিট সংক্রান্ত সমস্যার কারণে তাদের সব সম্পদ প্রদর্শন করতে পারেননি। সেজন্য আমরা এ প্রস্তাব দিয়েছি।’

Advertisement

সংসদে এ বিষয়ে আলোচনা হবে এবং সংসদ সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

এমওএস/এমআইএইচএস/এএসএম