অর্থনীতি

শিক্ষাপ্রতিষ্ঠানের সুদের আয়ে আরও ভাগ চায় সরকার

সরকারি বিশ্ববিদ্যালয়ের আয় বা তহবিল বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়। সেই মুনাফার ওপর ১০ শতাংশ উৎসে কর কেটে রাখা হয়। নতুন বাজেটে এ ক্ষেত্রে উৎসে কর বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। একইভাবে ট্রাস্ট, ব্যক্তিসংঘ ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সুদ আয় থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে।

Advertisement

এছাড়া বিভিন্ন ফান্ড ও প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সুদ থেকে যে আয় হবে তার ১০ শতাংশ হারে কর কর্তনের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন তিনি।

নতুন অর্থবছরের বাজেটে ব্যাংক খাত থেকে সরকার ঋণ নেবে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে যা ৫ হাজার ১০৫ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল এক লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা।

Advertisement

চলতি অর্থবছরের তুলনায় আগামী (২০২৪-২৫) অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার বেড়েছে ৪ দশমিক ৬২ শতাংশ। চলতি ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেট ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। আগামী অর্থবছরের বাজেটের প্রায় এক-তৃতীয়াংশের সংস্থান হবে দেশি-বিদেশি ঋণ থেকে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার বাড়লেও ঘাটতির পরিমাণ কমছে। চলতি (২০২৩-২৪) অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি কম ধরা হচ্ছে ৫ হাজার ৭৮৫ কোটি টাকা। অনুদান ছাড়া বাজেট ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। তবে অনুদানসহ সামগ্রিক ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা।

এমএমএআর/এমএস

Advertisement