স্বাস্থ্য

ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিটের দাম কমতে পারে

দেশে কিডনি রোগে ভুগছেন এমন মানুষের সংখ্যা প্রায় তিন কোটি ৮০ লাখ। সব রোগীর ডায়ালাইসিস প্রয়োজন হয় না। তবে এবারের প্রস্তাবিত বাজেটে ডায়ালাইসিসের জন্য প্রয়োজনীয় ফিল্টার, স্পাইনাল নিডল ও সার্কিটের শুল্ক হার কমানোর প্রস্তাব হয়েছে। ফলে এ পণ্যগুলোর দাম কমতে পারে।

Advertisement

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আরও পড়ুন

স্বাস্থ্যসেবার যেসব খাতে খরচ কমছে সরকারের লক্ষ্য প্রাইমারি হেলথ কেয়ারের উন্নয়ন: স্বাস্থ্যমন্ত্রী রেফারেল হাসপাতালের যন্ত্রপাতি আমদানিতে খরচ বাড়তে পারে

তিনি বলেন, কিডনি রোগীদের ডায়ালাইসিসে ব্যবহৃত হয় এমন দুটি অত্যাবশ্যকীয় উপকরণ হলো ডায়ালাইসিস ফিল্টার ও ডায়ালাইসিস সার্কিট। এ পণ্য দুটির আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করছি।

Advertisement

মন্ত্রী বলেন, স্পাইনাল নিডল পণ্যটির সুনির্দিষ্ট কোনো এইচএস কোড (H.S. Code) না থাকায় আমদানি পর্যায়ে শুল্কায়নে জটিলতা দেখা যাচ্ছে। তাই পণ্যটির নতুন কোড সৃষ্টি করে ৫ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করার প্রস্তাব করছি।

এএএম/বিএ/জিকেএস