অর্থনীতি

বিদ্যুৎ-জ্বালানি খাতে জলবায়ু সম্পৃক্ত বরাদ্দ বেড়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে জলবায়ু সম্পৃক্ত বরাদ্দের পরিমাণ বেড়েছে৷ টেকসই উন্নয়নের জলবায়ু অর্থায়ন শীর্ষক ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে৷

Advertisement

প্রতিবেদনের তথ্য বলছে, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বিদ্যুৎ বিভাগের জলবায়ু সম্পৃক্ত বরাদ্দ ১ দশমিক ৮৩ গুণ বৃদ্ধি পেয়েছে৷ ২০২০-২১ অর্থবছরে এ বিভাগের জলবায়ু সম্পৃক্ত বরাদ্দ ছিল ১২০৭ দশমিক ০৬ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ২২১৪ দশমিক ৮৮ কোটি টাকা৷ অর্থাৎ, ২০২০-২১ অর্থবছরে যা ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ, ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৭ দশমিক ৫৮ শতাংশে উন্নীত হয়েছে৷

এছাড়া ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বাজেট বিশ্লেষণে দেখা যায়, বিগত বছরগুলোর তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের জলবায়ু সম্পৃক্ত বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে৷

২০২০-২১ অর্থবছরে জলবায়ু সম্পৃক্ত বরাদ্দের পরিমাণ ১০৭ দশমিক ২৯ কোটি থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪-২৫ অর্থবছরে ১২৭ দশমিক ৪৮ কোটি টাকা হয়েছে৷ মন্ত্রণালয়ের মোট বাজেটের বিপরীতে জলবায়ু সম্পৃক্ত বরাদ্দের শতাংশ হিসেবে এটি ১১ দশমিক ৭৩ শতাংশ, যা সর্বোচ্চ৷

Advertisement

২০২০-২১ অর্থবছরে জলবায়ু সংশ্লিষ্ট প্রকৃত ব্যয় সংশোধিত বাজেটের ৭১ দশমিক ৭৯ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছরে বৃদ্ধি পেয়ে ৭৮ দশমিক ৪২ শতাংশে উন্নীত হয়েছে৷

প্রতিবেদনের তথ্য বলছে, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্রাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যানে (বিসিসিএসএপি) ২০২৪-২৫ অর্থবছরের মোট টাকার পরিমাণ ও শতাংশ উভয় হিসাবেই সর্বোচ্চ জলবায়ু সম্পৃক্ত বরাদ্দ দেওয়া হয়েছে প্রমোশন ও লো-কার্বন ডেভেলপমেন্ট টিমেটিক এরিয়ায়, যা যথাক্রমে ১২৫ দশমিক ৬৩ কোটি টাকা এবং ৯৮ দশমিক ৫৫ শতাংশ৷

এনএস/এমকেআর

Advertisement