অর্থনীতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ১০০ কোটির বিশেষ বরাদ্দ প্রস্তাব

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের জন্য ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব করেন।

Advertisement

অর্থমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গৃহীত প্রকল্পের সুষ্ঠু সমন্বয়ের লক্ষ্যে বাংলাদেশ ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম (বিসিডিপি) গঠন করা হয়েছে। বিশ্বের যে দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে গভীর বাংলাদেশ তাদের অন্যতম। এ অভিঘাতের গভীরতা ও ব্যাপ্তি বিবেচনায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের সক্ষমতা বৃদ্ধির এবং প্রভাব হ্রাসের জন্য আমরা পরিকল্পিতভাবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছি।

এ সংক্রান্ত কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় অভিযোজন ও প্রশমন কার্যক্রম পরিচালনার বিষয়টি সরকারের সব উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব সহকারে স্থান পাচ্ছে। তাছাড়া, সব সরকারি প্রকল্প প্রস্তাব মূল্যায়নের সময় আবশ্যিকভাবে জলবায়ু সংশ্লেষণ বিবেচনায় নেওয়া হচ্ছে। বর্তমানে আমরা জলবায়ু সংশ্লিষ্ট ২৫টি মন্ত্রণালয় বা বিভাগের বাজেটে জলবায়ু সংক্রান্ত বরাদ্দের পরিমাণ এবং প্রকৃত ব্যয় নিরূপণ করছি।

Advertisement

আরএএস/এমকেআর