স্বপ্নেও পাকিস্তানিরা হয়তো ভাবতে পারেনি বিশ্বকাপের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রের কাছে হারবে। সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে এবারের বিশ্বকাপের বড় অঘটনের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র।
Advertisement
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৫৯ রান করতে পারে পাকিস্তান। যেখানে প্রথম ছয় ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পেরেছিল তারা। ম্যাচ হেরে পাওয়ারপ্লেতে বাজে ব্যাটিংকেই দুষছেন বাবর আজম। বোলিংয়েও তার দল প্রথম ৬ ওভারে ভালো করতে পারেনি, মনে করছেন বাবর।
ম্যাচ হেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘প্রথম ৬ ওভারে আমরা সেভাবে মানিয়ে নিতে পারিনি। একটার পর একটা উইকেট যাওয়াতে আমরা পিছিয়ে পড়ছিলাম। ব্যাটার হিসেবে জুটি গড়তে আপনাকে এগিয়ে আসতে হবে। আমরা বোলিংয়ে প্রথম ৬ ওভার খারাপ করেছি। আমাদের স্পিনাররাও উইকেট নিতে পারেনি।’
দলের সমালোচনা করলেও যুক্তরাষ্ট্রের প্রশংসা করতে ভুলেননি বাবর, ‘যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিতেই হয়। তারা তিনটি বিভাগেই আমাদের পরাস্ত করেছে। পিচে শুরুতে কিছুটা সুইং ছিল, তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এটি আপনাকে মানিয়ে নিতে হবে।’
Advertisement
আরআর/এমএমআর