আইন-আদালত

ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রীকে আদালতে হাজির হতে সমন

ইডেন কলেজের সাবেক এক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ফুয়াদ হোসেন শাহাদাত। মামলাটি আমলে নিয়ে আসামিকে আগামী ৩০ জুন আদালতে উপস্থিত হতে সমন জারি করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক।

Advertisement

বুধবার (৫ জুন) মামলাটি করেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফুয়াদ হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র ছিলেন।

মামলায় ফুয়াদের স্ত্রী দাবি করা ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রীকে একমাত্র আসামি করা হয়েছে। আসামি ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা যায়। তার বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৪১৯, ৪২০, ৪৬৯ ও ৫০০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাদী মামলায় উল্লেখ করেন, ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে আসামির সঙ্গে দেখা ও কথাবার্তা হতো। এরই পরিপ্রেক্ষিতে আসামি গত ১ ও ২ জুন বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি দিয়ে নিজেকে বাদীর স্ত্রী বলে দাবি করেন। যদিও কোনো সাংবাদিককে তিনি কাবিননামা দেখাতে পারেননি।

Advertisement

তিনি আরও উল্লেখ করেন, আসামির এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। গত ৪ এপ্রিল ঢাকার পল্লবী থানায় স্ত্রী না হয়েও স্ত্রী পরিচয় দেওয়ায় আসামির বিরুদ্ধে জিডি করেন। ২০২৩ সালের ৩ নভেম্বর হাজারীবাগ থানায় আসামির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে জিডিও করেন। আসামি বিভিন্ন জায়গায় বাদীর স্ত্রী পরিচয় দিয়ে প্রতারণা করেন এবং টাকা দাবি করেন বলেও উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ইডেন কলেজের এক ছাত্রলীগ নেত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফুয়াদ হোসেন বিয়ে নিয়ে মিডিয়ায় পাল্টাপাল্টি অভিযোগ করেন। ছাত্রলীগ নেত্রী বিয়ে হয়েছে দাবি করলেও এটি প্রতারণা বলছেন ফুয়াদ।

জেএ/এমএএইচ/জেআইএম

Advertisement