ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির তালিকায় আরও নতুন কাঁচামাল অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। এতে ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের খরচ আরও কমবে।
Advertisement
ক্যানসারের ওষুধ তৈরিতে ব্যবহৃত শুল্কমুক্ত আমদানি করা কাঁচামালের তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে অ্যাবিরাটেরন (abiraterone), অ্যাবেমাসিক্লিব (abemaciclib), ক্যাপেসিটাবাইন (capecitabine), ট্যালাজোপারিব (talazoparib), নিরাপারিব (niraparib), ফ্রুকুইবটিনিব (Fruquibtinib)।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আরও পড়ুন
Advertisement
২০১৪ সালে জারি করা কাঁচামালের প্রজ্ঞাপনে একই নামের কাঁচামাল একাধিকবার তালিকায় এসেছে। আবার অনেক পণ্যের নামের বানান ভুল রয়েছে। এতে শুল্কায়নের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। জটিলতা নিরসনে সংশোধন শেষে নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাবও করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, এছাড়াও ক্যানসার রোগীদের চিকিৎসা আরও সুলভ করতে ব্যবহৃত ওষুধ প্রস্তুতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে কতিপয় নতুন কাঁচামাল অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি।
এএএম/এএসএ/জিকেএস
Advertisement