অর্থনীতি

দাম বাড়তে পারে বৈদ্যুতিক মিটারের

২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বৈদ্যুতিক মিটারে পার্টস আমদানিতে শুল্ক বাড়ানো হয়েছে। ফলে বৈদ্যুতিক মিটারের দাম বাড়তে পারে।

Advertisement

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, আমদানি করা সাধারণ কিলোওয়াট মিটার এবং প্রি-পেইড কিলোওয়াট আওয়ার মিটারের মাঝে মোট করভারে পার্থক্য বিদ্যমান যা সমান হওয়া যৌক্তিক। সে বিবেচনায় প্রি-পেইড কিলোওয়াট আওয়ার মিটার ও অন্যান্য ইলেকট্রিক মিটারের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার সুপারিশ করছি।

এনএস/জেডএইচ/জিকেএস

Advertisement