অর্থনীতি

মোবাইল ফোন গ্রাহকদের জন্য একগুচ্ছ দুঃসংবাদ

মোবাইল ফোনে কল রেট, ইন্টারনেটে দাম বেশি বলে বরাবরই অভিযোগ গ্রাহকদের। এবার গ্রাহকদের জন্য দুঃসংবাদটা আরও বেশি হলো। কারণ ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কল রেট, ইন্টারনেট প্যাকেজ ও সিমকার্ডসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরও বাড়ানো হয়েছে। ফলে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার এবং নতুন সিমকার্ড কিনতে গ্রাহকদের বাড়তি টাকা খরচ করতে হবে।

Advertisement

বাড়ছে মোবাইলে কথা বলার খরচ

আগে মোবাইল ফোনের কল রেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং ১৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এখন তা আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এরসঙ্গে ভোক্তাদের ১ শতাংশ সারচার্জ দিতে হবে।

নতুন করে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোয় একজন গ্রাহক এখন ১০০ টাকার রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর ৬৯ টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন।

Advertisement

আগে ১০০ টাকা রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর গ্রাহকরা ৭৩ টাকার কথা বলতে পারতেন। অর্থাৎ, ১০০ টাকা রিচার্জে আগের চেয়ে ৩ টাকা ৬৫ পয়সার কথা কম বলতে পারবেন গ্রাহকরা।

ইন্টারনেটে ব্যবহারেও খরচ বাড়বে

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এতে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের খরচ আরও বাড়ছে। নতুন এ কর হার বৃহস্পতিবার (৬ জুন) বিকেল থেকেই কার্যকর হবে।

এরআগে মোবাইল ইন্টারনেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং ১৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এখন তা আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এরসঙ্গে ভোক্তাদের ১ শতাংশ সারচার্জ দিতে হবে।

Advertisement

নতুন করে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোয় একজন গ্রাহককে এখন ১০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ ৩০ টাকা ৬৫ পয়সা কর দিতে হবে। বাকি ৬৯ টাকা ৩৫ পয়সার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তিনি।

আগে ১০০ টাকার ইন্টারনেট প্যাকেজ কিনলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কাটা হতো ২৭ টাকা। বাকি ৭৩ টাকার ইন্টারনেট ব্যবহার করতে পারতেন গ্রাহকরা।

সিম কিনতে হবে বেশি দামে

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনে ব্যবহৃত সিমকার্ড বিক্রির ওপর কর বাড়ানো হয়েছে। যে কোনো মোবাইল অপারেটরের সিম কেনার ক্ষেত্রে ১০০ টাকা কর বাড়ানো হয়েছে।

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, বর্তমানে মোবাইল ফোনের সিম কার্ডের ওপর কর রয়েছে ২০০ টাকা। এটি বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে বাড়তি দামে গ্রাহককে সিমকার্ড কিনতে হবে।

থাকছে মোবাইল উৎপাদনে কর সুবিধা

কল রেট, ইন্টারনেট প্যাকেজ ও সিমকার্ডের দাম বাড়লেও প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত উপকরণের করমুক্ত আমদানি সুবিধা রাখা হচ্ছে আরও দুই বছর। দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সহায়তা দিতে এ সুবিধা বহাল রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার লক্ষ্যে জারিকৃত বিদ্যমান প্রজ্ঞাপনের কার্যকারিতার মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রয়েছে। দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ওই প্রজ্ঞাপনের কার্যকারিতার মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশে বর্তমানে ১৭টি প্রতিষ্ঠান মোবাইল ফোন উৎপাদন করছে। দেশে যে পরিমাণ চাহিদা, তার প্রায় ৯০ শতাংশই এ উৎপাদনকারীরা মেটাতে পারেন বলে দাবি তাদের।

এএএইচ/জেডএইচ/জেআইএম