কঙ্গনা রানাউতের ভারতের সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম বেশ সরগরম ছিল। অবশেষে সব আলোচনা-সমালোচনা দূরে ঠেলে জয় নিয়ে ঘরে ফিরলেন তিনি। এখন তিনি ‘অভিনেত্রী এবং নেত্রী’। হিমাচলবাসীরা এখন তাকে ‘মাণ্ডি কুইন’ বলে সম্বোধন করছেন।
Advertisement
অন্যদিকে কঙ্গনা কিন্তু রাজনীতি নেমেই বলিউডকে প্রায় ভুলেই গিয়েছেন। আর তাই তো ভোট প্রচারের সময় কঙ্গনা স্পষ্টই জানিয়ে ছিলেন, ‘ভোটে জিতলে, অভিনয় ছাড়ব!’ তা এবার সত্যিই কি কঙ্গনা বলিউড ছাড়ছেন? এমন আলোচনা এখন শুরু হয়েছে।
আরও পড়ুন
নির্বাচনে জয়ী কঙ্গনাকে অনুপম বললেন ‘রকস্টার’ ভোট দিতে না পারায় স্বস্তিকার ক্ষোভগত মঙ্গলবার নির্বাচন জেতার পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে কঙ্গনা জানান, ‘এ দিনটা আমার জন্য বিশেষ দিন। প্রার্থী হিসেবে এটা আমার প্রথম নির্বাচন ছিল। যেহেতু রাজনীতিতে প্রথম, সেহেতু নানার অনিশ্চয়তা ছিল। এটা আমার প্রথম জয়ও। আমি ধন্যবাদ জানাতে চাই আমার দলীয়কর্মীদের। নেতা জয়রাম ঠাকুরজিকে। যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন। আমাদের সব বিধায়কদেরও ধন্যবাদ। তবে মাথানত করে ধন্যবাদ জানাই মাণ্ডির সব মানুষকে। মাণ্ডিকন্যা, মাণ্ডির বোন কঙ্গনাকে এত ভালোবাসা দিয়েছে। মাণ্ডির সেনা হিসেবে মাণ্ডিকে রক্ষা করব। বিকাশ করব।’
Advertisement
এদিনই কঙ্গনা জানান, ‘আমি হিমাচলের মেয়ে। হিমাচল প্রদেশের উন্নতিই এখন আমার প্রধানধর্ম। তাই মাণ্ডিকে ছেড়ে মুম্বাই ফিরছি না।’ তাহলে কি বলিউড তথা অভিনয় ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন কঙ্গনা? সে প্রশ্নের অবশ্য়ই উত্তর স্পষ্ট করেননি কঙ্গনা। শুধু জানিয়েছেন, ‘রাজনীতি ছাড়া আপাতত কিছু ভাবতে চাই না।’
এমএমএফ/এমএস