অর্থনীতি

মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে রাখার প্রত্যাশা, অর্থনীতিবিদরা যা বলছেন

মূল্যস্ফীতির লাগাম টানতে হিমশিম খাচ্ছে সরকার। মাত্র তিনদিন আগে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মে মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৭৪ শতাংশ, যা ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। মে মাসে সার্বিক মূল্যস্ফীতির হার আরও বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়। এরই মধ্যে বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট পেশের সময় মূল্যস্ফীতির লাগাম ৬ দশমিক ৫০ শতাংশে বেঁধে রাখার প্রত্যাশা করেছেন তিনি।

Advertisement

সাড়ে ৬ শতাংশে মূল্যস্ফীতি নামিয়ে আনাকে চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। তবে সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা কঠিন হলেও কিছু পলিসি সঠিকভাবে বাস্তবায়ন চলমান রাখলে কাছাকাছি যাওয়া সম্ভব বলেও মত অর্থনীতিবিদদের।

এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, সরকার কিছু পলিসি নিয়েছে। এসব বাস্তবায়ন করতে হবে। একদিন করলাম, পরে বসে থাকলাম। এটা করলে হবে না।সরকারের উচিত টাইট পলিসি কন্টিনিউ করা। সরকার ব্যাংকগুলোকে যে লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে, এটা বন্ধ করতে হবে। পলিসি রেট বাড়াতে হবে। মনিটরি পলিসি রেট সাড়ে ৮ আছে, এটা বৃদ্ধি করে সাড়ে ১০ করতে হবে। এক্সচেঞ্জ রেট বাজার অনুযায়ী করতে হবে। তাহলে মূল্যস্ফীতি কমবে। তবে সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা কঠিন। সরকার যদি এগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে তবে সাড়ে ৬ শতাংশের কাছাকাছি যেতে পারে।

বিবিএস জানায়, মে মাসে সবচেয়ে বেশি বেড়েছে খাদ্যপণ্যের দাম। খাদ্যপণ্য যেন নাগালের বাইরে গেছে।

Advertisement

বিবিএসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে এক বছরের ব্যবধানে ১০০ টাকার খাদ্যপণ্যে দাম বেড়েছে ১০ টাকা ৭৬ পয়সা।

বিবিএসের তথ্যে দেখা গেছে, এপ্রিল থেকে বাড়তে বাড়তে মে মাসে খাদ্যপণ্য মূল্যবৃদ্ধির রেকর্ড গড়েছে। চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। তবে যেইভাবে মূল্যস্ফীতি বেড়েছে সেভাবে বাড়ছে না মজুরি। মে মাসে যেখানে সাধারণ মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৮৯ শতাংশ, সেখানে মজুরি সূচকের হার ৭ দশমিক ৮৮ শতাংশ। ফলে মূল্যস্ফীতির সঙ্গে সমানতালে বাড়ছে না আয়।

এমওএস/এমএইচআর/এমএস

Advertisement