টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ৫টি। তবে জিততে পেরেছে মাত্র ২টিতে। ৩টিতে হার। আজ নিয়ে খেলছে ৬ষ্ঠ ম্যাচ। দিল্লির ফিরোজ শাহ কোটলা থেকে স্বাগতিক দিল্লি ডেয়ারডেভিলসের কাছ থেকে জয় নিয়ে ফিরতে হলে, রোহিত শর্মাদের পাড়ি দিতে হবে বিশাল এক চ্যালেঞ্জ।জিততে হলে তাদের করতে হবে ১৬৫ রান। কারণ, টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাইর সামনে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে স্বাগতিক দিল্লি ডেয়ারডেভিলস। ফিরোজ শাহ কোটলার এই ম্যাচে টস জিতেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে অবশ্য ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে দিল্লি ডেয়ারডেভিলস অবশ্য শুরুতে খুব বেশি সুবিধা করতে পারেনি। একা এক সাঞ্জু স্যামসন ছাড়া দাঁড়াতে পারেনি টপ অর্ডারের আর কোন ব্যাটসম্যানই। যদিও শেষ দিকে জেপি ডুমিনি ঝড় তুলে রান বাড়িয়ে নেন।প্রথমদিকে কুইন্টন ডি কক আর শ্রেয়াস আয়ার দ্রুত আউট হয়ে যান। করুণ নায়ারও আউট হয়ে যান মাত্র ৫ রান করে। সাঞ্জু স্যামসন ৪৮ বলে ৬০ রান করে আউট হন। শেষ দিকে মাত্র ৩১ বলে ৪৯ রান করেন জেপি ডুমিনি। ৩টি বাউন্ডারির সঙ্গে মারেন ২টি ছক্কার মার।মুম্বাইর হয়ে মিচেল ম্যাকক্লেনগান ২টি এবং হার্দিক পান্ডিয়া এবং হরভজন সিং নেন ১টি করে উইকেট।দিল্লি ডেয়ারডেভিলসকুইন্টন ডি কক, শ্রেয়াস আয়ার, সাঞ্জু স্যামসন, করুণ নায়ার, জেপি ডুমিনি, পবন নেগি, ক্রিস মরিস, জহির খান, অমিত মিশ্র, মোহাম্মদ শামি, ইমরান তাহির।মুম্বাই ইন্ডিয়ান্সরোহিত শর্মা, পার্থিব প্যাটেল, আম্বাতি রাইডু, জস বাটলার, কিয়েরণ পোলার্ড, হার্দিক পান্ডিয়া, হরভজন সিং, ক্রুনাল পান্ডিয়া, মিচেল ম্যাকক্লেনগান, টিম সাউদি, জসপ্রিত বুমরাহ। আইএইচএস/এবিএস
Advertisement