পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
Advertisement
বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলার কুয়াকাটার পশ্চিম খাজুরা ৬০ ঘর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শন করে উপস্থিত ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। পরে হোটেল সমুদ্রবাড়ি মাঠে ৩০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল।
ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন, কেন্দ্রীয় সদস্য হাসান মামুন, হায়দার আলী লেলিন ও মো. দুলাল হোসেন।
এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Advertisement
অনুষ্ঠানে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করতে এসে প্রাথমিকভাবে কিছু সহযোগিতা দিয়ে যাচ্ছি। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আরও বড় ধরনের সহযোগিতা নিয়ে আসবো।
ত্রাণ বিতরণ শেষে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের ত্রাণ প্রতিমন্ত্রী এই এলাকার সংসদ সদস্য, তারপরও মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। প্রতিটি মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি, মানুষের কথা শোনার চেষ্টা করেছি। বিএনপি প্রত্যেকটা মানুষের কথা শোনার চেষ্টা করে। বিএনপি তৈরি হয়েছে মানুষকে সহযোগিতার জন্য। আজ সামান্য কিছু উপঢৌকন নিয়ে আসছি, আমরা আবার আসবো আপনাদের পাশে।
আসাদুজ্জামান মিরাজ/এফএ/এএসএম
Advertisement