খেলাধুলা

অলিম্পিকে খেলতে ক্লাবের সঙ্গে লড়াই করতে প্রস্তুত মার্টিনেজ

বিশ্বকাপজয়ী ফুটবলার এমি মার্টিনেজ দারুণ সময় পার করছেন আর্জেন্টিনা দল ও অ্যাস্টন ভিলার হয়ে। দীর্ঘদিন পর চ্যাম্পিয়নস লিগেও খেলার সুযোগ পেয়েছেন এই গোলরক্ষক। আর্জেন্টিনার হয়ে সব জিতেছেন, এবার কেবল অলিম্পিক জেতা বাকি। দলের হয়ে তাই অলিম্পিক খেলতে ক্লাবের সঙ্গেও প্রয়োজনবোধে লড়াই করবেন এমি মার্টিনেজ।

Advertisement

এর আগেও অলিম্পিকে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন মার্টিনেজ। কিন্তু ক্লাব থেকে ইতিবাচক সাড়া পাননি তিনি। টিওআইসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘এটা আমার ইচ্ছা যে, অলিম্পিকে খেলব। তবে সবকিছু আমার একার উপর নির্ভর করে না। ক্লাব আমাকে কয়েকবারই এই ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়েছে। আমি আগে কোপা আমেরিকা খেলতে চাই, পরবর্তীতে আমি অলিম্পিকের কথাটা ভাববো।’

‘ক্লাব কখনোই একটা খেলোয়াড়কে এভাবে ছেড়ে দেয় না। আমি সবসময়েই আর্জেন্টিনার জার্সি গায়ে পরতে ভালোবাসি এবং অলিম্পিকে খেলতে যদি ক্লাবের সঙ্গে লড়াইও করতে হয়, আমি সেটি করতে রাজি। তবে সবার প্রথমে কোপা আমেরিকা, এরপর অলিম্পিক। আমার স্বর্ণ জেতার স্বপ্ন রয়েছে।’

জুনের ২০ তারিখ থেকে জুলাইর ১৪ তারিখ পর্যন্ত চলবে কোপা আমেরিকা। আবার জুলাইর ২৪ তারিখ থেকে প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। চলবে ০৯ আগস্ট পর্যন্ত। ১৭ আগস্ট থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। তাই কোনোরকম ছুটি ছাড়াই মার্টিনেজকে খেলতে হবে টুর্নামেন্টগুলো।

Advertisement

মার্টিনেজ কোপাতে না যেতে পারলেও কে গোলরক্ষকের দায়িত্বে ভালো করবেন, সে বিষয়ে টোটকা দিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘লিয়েন্দ্রো ব্রে বেশ ভালো গোলকিপিং করেছে। যদি সে না থাকে, তাহলে হুয়াম মুসো বা রুল্লিকে গোলবারের দায়িত্ব দেওয়া হোক।’

আরআর/এমএমআর