বিনোদন

সবার পছন্দের ব্র্যান্ড হবে ভিশন : জাহিদ হাসান

নব্বই দশকে যে ক’জন অভিনেতা দর্শকদের বিনোদিত করেছেন, মুগ্ধ করেছেন তাদের মধ্যে অন্যতম একজন জাহিদ হাসান। জনপ্রিয়তা তার কাছে যেন নতুন সংজ্ঞা পেয়েছে। একাধারে তিনি মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে কোটি মানুষের প্রিয় অভিনেতায় পরিণত হয়েছেন। বলা হয়ে থাকে বোকা বোকা চাহনিতে জাহিদ হাসানের মুচকি হাসি একটা ট্রেড মার্ক। বিনয় তার ব্যক্তিত্বকে দিয়েছে অনন্য উচ্চতা। ছোট পর্দাতে প্রায় তিন প্রজন্ম ধরেই তিনি জনপ্রিয়তার শীর্ষে। চলচ্চিত্রেও তিনি নিজেকে প্রমাণ করেছেন বহুবার। প্রায় ২৫ বছর ধরেই জাহিদ হাসান মানেই সুস্থ বিনোদনের পূর্ণাঙ্গ এক আয়োজন। সব শ্রেণির মানুষের কাছে নন্দিত এই তারকার পরিচয়ের মুকুটে এবার যোগ হলো নতুন এক পালক। দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্যের প্রতিষ্ঠান ভিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান।জানা গেল, দেশের সেরা বহুজাতিক পন্য বিপণন প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের ইলেকট্রনিক্স পণ্য ভিশনের টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কেটলি, আয়রন, এসি, ব্লেন্ডার ইত্যাদি পণ্যগুলোর প্রচার ও প্রসারের জন্য আগামী পাঁচ বছর কাজ করবেন তিনি। অংশ নিবেন বিজ্ঞাপন ও নানা রকম প্রচারণায়। রাজধানীর অভিজাত এক রেস্তোরাঁয় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরও অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার, ২৪ এপ্রিল দুপুরে। সেখানে আনুষ্ঠানিকভাবে জাহিদ হাসানকে ভিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়ে পরিচয় করিয়ে দেন ভিশন ইলেকট্রনিকসের জেনারেল ম্যানেজার (বিক্রয় ও বিপণন) মাহবুবুল ওয়াহিদ। এসময় তিনি জাহিদ হাসানের গায়ে ভিশনের লোগো সম্বলিত একটি বেইজ ও কোট পরিয়ে তাকে এই পরিবারে স্বাগত জানান।পাশাপাশি ভিশনের প্রচারে জাহিদ হাসানকে পাশে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মাহবুবুল ওয়াহিদ। তিনি বলেন, ‘জাহিদ হাসান আস্থা ও বিশ্বাসের মজবুত একটি নাম। তার কাছ থেকে বরাবরই তার ভ্ক্ত-অনুরাগীরা নিখুঁত কিছু আশা করেছেন এবং পেয়েছেন। এমন নন্দিত মানুষটিকে আমাদের ঘরে পেয়ে সত্যি আমরা আনন্দিত। আমাদের দৃঢ় বিশ্বাস, জাহিদ হাসানের হাত ধরে ভিশনের ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে যাবে দেশের প্রতিটি ঘরে ঘরে। আমরা জাহিদ হাসানের সর্বাঙ্গীন সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করি।’অন্যদিকে ভিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োজিত হয়ে জাহিদ হাসানও আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আরএফএল’র মতো বড় প্রতিষ্ঠানের সঙ্গে জড়াতে পেরে আমি গর্বিত। ভাবতেই ভালো লাগে এত বড় প্রতিষ্ঠানটি আমার নিজের দেশের। একসময় আমরা দেখতাম ঘরের সুঁই থেকে শুরু করে টেলিভিশন-ফ্রিজ, মোবাইল- সবই চীনাদের পণ্য। কিন্তু আজকাল লক্ষ করছি প্রায় সব ঘরেই প্রাণ-আরএফএল’র কোনো না কোনো পণ্য আছেই। শুধু তাই নয়, বিদেশেও প্রতিষ্ঠানটি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। এমন একটি প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচারের জন্য আমাকে পছন্দ করেছেন এটা আমার জন্য গর্বের এবং অনুপ্রেরণার।’তিনি আরো বলেন, ‘আজকের দারুণ এই সুন্দর সময়টিতে আমি আমার বাবা-মায়ের কথা শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেইসঙ্গে কৃতজ্ঞতা জানাই আমার অভিনয় পছন্দ করা প্রতিটি দর্শকদের। তারা যদি আমাকে না ভালোবাসতেন তবে আমি আজকে এখানে আসতে পারতাম না। আর ভিশনও আমাকে তাদের প্রচারের জন্য পছন্দ করতো না। আমি চেষ্টা করব যে বিশ্বাস ভিশন আমার উপর রেখেছে তার যোগ্য মর্যাদা দিতে।’জাহিদ হাসান আরো বলেন, ‘আমার কাছে জীবনটা আয়নার মতো। আমি প্রায়ই এই কথাটা বলে থাকি যে ‘লাইফ ইজ এ মিরর’। আপনি যাই করবেন সেটা আপনাকে করে দেখানো হবে। আপনি যদি কাউকে ভালোবাসেন তবে তার বিনিময় ভালোবাসাটা আপনি দেখবেন। যদি কাউকে আপনি অপমান করেন তবে সেই অপমোনের ফিরতিটাও আপনি দেখবেন। এই দর্শন থেকেই আমি সবসময় চেষ্টা করি নিখুঁত থাকতে, সততা নিয়ে বাঁচতে। শুধুমাত্র টাকার লোভ বা কর্পোরেট ভোগের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইনি আমি। আমাকে এই ২৫ বছরে অনেকেই এই গুরুদায়িত্ব দিতে চেয়েছেন। কিন্তু পণ্যের কোয়ালিটি প্রশ্নবিদ্ধ থাকায় সেগুলোর সঙ্গে জড়াইনি। ভিশনের সঙ্গে যুক্ত হয়েছি এর পণ্যগুলোর গুণগত মান, ২৪ ঘন্টা ভোক্তা সেবার নিশ্চয়তা দেখেই। ভিশনের কর্মকর্তাগণ আমাকে নিশ্চিত করেছেন এর পণ্য ব্যবহার করে মানুষ উপকৃত হবে, নায্য মূল্যে প্রয়োজন মিটাতে পারবে। আমি নিজেও অনেক কিছু যাচাই বাছাই করেছি। সবদিক বিবেচনা করেই আমি ভিশন পরিবারের সদস্য হয়েছি এবং গর্ব ও আনন্দ নিয়েই হয়েছি। দেশের পণ্যের জয় হোক, ভিশন হোক সবার সেরা পছন্দ।’

Advertisement

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিশন ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার মোহিত চক্রবর্তী ও রাকিব আহমেদ এবং প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ।প্রসঙ্গত, ১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন অভিনেতা জাহিদ হাসান। তার ডাক নাম পুলক। মঞ্চে তার অভিনয়ের হাতেখড়ি। তিনি কাজ করেছেন ঢাকা নাট্যকেন্দ্রে। আশির দশকের শেষদিকে তার অভিষেক ঘটে ছোট পর্দায়। প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটক দিয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে আরোহন করেন। তারমধ্যে উল্লেখযোগ্য ‘আজ রবিবার’, ‘নক্ষত্রের রাত’, ‘সবুজ ছায়া’ ধারাবাহিক নাটকগুলো। বেশ কিছু বিজ্ঞাপনেও তিনি অনবদ্য করেছেন। পাশাপাশি চলচ্চিত্রেও দর্শক জাহিদ হাসানের অভিনয়ে মুগ্ধ হয়েছেন। তিনির অভিনয় করেছেন ‘শ্রাবণ মেঘের দিন’, ‘আমার আছে জল’, ‘প্রজাপতি’, ‘মেড ইন বাংলাদেশ’ ইত্যাদি ছবিগুলোতে অভিনয় করেছেন। তারমধ্যে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে অভিনয় করে তিনি ১৯৯৯ সালের সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জয় করেন। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও তিনি দেখিয়েছেন মুন্সিয়ানা।ভালোবেসে তিনি বিয়ে করেছিলেন দর্শকনন্দিনী মডেল ও অভিনেত্রী সাদিয়া পারভীন মৌকে। সুখের দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।নতুন পরিচয় ভিশন ইলেকট্রনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জাহিদ হাসানের যাত্রা শুভ হোক। এলএ