বিনোদন

নির্বাচনে জয়ী কঙ্গনাকে অনুপম বললেন ‘রকস্টার’

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত রাজনীতির মাঠে পা রেখেই জয় নিয়ে ঘরে ফিরেছেন। ভারতের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মণ্ডীতে ৭০ হাজার ভোটে জিতেছেন এ অভিনেত্রী। তিনি বিজেপির প্রার্থী হয়ে লড়াই করেছেন।

Advertisement

কঙ্গনার জয় নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ‘আবেগঘন’ পোস্ট দিয়েছেন অভিনেতা অনুপম খের। এতে কঙ্গনাকে ‘রকস্টার’ বলে সম্বোধন করেছেন তিনি। অনুপম খের লিখেছেন, ‘‘প্রিয় কঙ্গনা, তুমি একজন ‘রকস্টার’। তোমার এ যাত্রা সত্যিই অনুপ্রেরণা দেয়। তোমার জন্য এবং মণ্ডীসহ হিমাচল প্রদেশের জন্য সত্যিই খুব খুশি আমি। তুমি প্রমাণ করে দিয়েছ, কেউ যদি নিজের লক্ষ্যে স্থির থাকেন এবং পরিশ্রম করেন, তা হলে যা খুশি ঘটে যেতে পারে। জয় হো!’’

লোকসভা নির্বাচনে জয়ী হয়ে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় নিজেও পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছিলেন, ‘ভালোবাসা দেওয়ার জন্য ও আমার ওপর বিশ্বাস রাখার জন্য মণ্ডীর মানুষকে কৃতজ্ঞতা জানাই। এই জয় আপনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর বিশ্বাস রাখার জন্য এই জয়। এই জয় সনাতন ধর্মের। এটা গোটা মণ্ডীর জয়।’

Dearest @KanganaTeam! CONGRATULATIONS on your HUGE Victory! You are a #ROCKSTAR. Your journey is so so inspirational! So happy for you and the people of #Mandi and #HimachalPradesh. You have proved time and again that if one is focused and works hard तो “कुछ भी हो सकता है”! जय… pic.twitter.com/sMYa9iDT3P

Advertisement

— Anupam Kher (@AnupamPKher) June 4, 2024

লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন সকাল থেকেই পূজা-অর্চনা নিয়ে ব্যস্ত ছিলেন কঙ্গনা। নিজের বাড়িতে পূজা দিয়ে মায়ের সঙ্গে তিনি মন্দিরে যান। সেখানে পূজা দেওয়ার পর গণমাধ্যমকে কঙ্গনা বলেন, ‘পুরো দেশে মোদীর ঝড়ই বইছে। আগেও তা-ই বলেছিলাম। আমাদের হিমাচল প্রদেশেও একই চিত্র। আমার সৌভাগ্য যে, বিজেপি এক মেয়েকে লড়ার সুযোগ দিয়েছে।’

জয়ী হওয়ার পরে কঙ্গনা বলেন, ‘এখনই ব্যাগ গুছিয়ে হিমাচল ছাড়া উচিত কংগ্রেস প্রার্থীর। এক নারী সম্পর্কে এত খারাপ কথা যারা বলেন, তাদের পরিণতি ভোগ করতেই হবে। আমরা ব্যাপক ভাবে জিতেছি। মণ্ডী নিজের মেয়েদের অপমানের সহ্য করে না।’ নির্বাচনে জয় লাভের পর কঙ্গনা এখন ভক্ত-অনুরাগীদের অভিনন্দন বার্তায় ভাসছেন।

এমএমএফ/জিকেএস

Advertisement