ধর্ম

আল্লাহকে অস্বীকারকারীর শাস্তি

আল্লাহ তাআলা মানুষকে তার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করতে কুরআনের বহু জায়গায় নিষেধ করেছেন। তার সঙ্গে অংশীদারকারীর ভয়াবহ পরিণতির কথা বহু আয়াতে উল্লেখ করেছেন। অতপর যারাই তাঁর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা কুরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে। যা এখানে তুলে ধরা হলো-১. আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় মুশরিক ও আহলে কিতাবের যারা কুফরি করেছে তাদের স্থান জাহানড়বামে। সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবে। তারাই হলো সর্বনিকৃষ্ট সৃষ্টিজীব।’ (সুরা বাইয়্যিনা : আয়াত ৬)২. আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহহ ও রাসুলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে, আমরা কতককে বিশ্বাস করি আর কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়। প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যানকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরি করে রেখেছি অপমানজনক আজাব।’ (সুরা নিসা : আয়াত ১৫০-১৫১)৩. হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি শিরক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে।’ (বুখারি ও মুসলিম)সুতরাং আল্লাহ তাআলা তাঁর সঙ্গে অংশীদার স্থাপন করা থেকে মুসলিম উম্মাহকে হিফাজত করুন। জাহান্নামের ভয়াবহ আজাব থেকে রক্ষা করুন। পরিপূর্ণ ঈমানদার হওয়ার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এবিএস

Advertisement