চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে দুটি সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি। বার দুটির ওজন ২৩২ গ্রাম। দাম আনুমানিক ২২ লাখ টাকা।
Advertisement
বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করে ৬ বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সীমান্তের কুতুবপুর পাকা রাস্তার কাছে ওত পেতে ছিল মুন্সিপুর বিজিবি ক্যাম্পের টহলদল। এসময় এক ব্যক্তি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে দ্রুত সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে গাড়িটি থামিয়ে চালককে আটক করে বিজিবি। পরে তার শরীর তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় দুটি সোনার বার উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম কাওসার আলী (৪০)। তিনি দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা করেছে বিজিবি।
Advertisement
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, আসামিকে থানায় সোপর্দ করে সোনার বার জেলার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
হুসাইন মালিক/এসআর/এমএস