আন্তর্জাতিক

ফের ২ দিনের সিআইডি হেফাজতে জিহাদ হাওলাদার

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকে বুধবার (৫ জুন) উত্তর ২৪ পরগনা জেলার বারাসত জেলা ও দায়রা আদালতে তোলা হয়।

Advertisement

১২ দিনের সিআইডির হেফাজত শেষে মঙ্গলবার ৫ জুন দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ কঠোর নিরাপত্তার মধ্যেই দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডির কর্মকর্তারা তাকে আদালতে তোলেন।

দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ বিচারপতি শুভঙ্কর বিশ্বাসের এজলাসে তোলা হলে সিআইডির পক্ষ থেকে আরও কিছু তথ্য উদ্ধারের জন্য ফের দুদিনের সিআইডি হেফাজতে চাওয়া হয়। বিচারপতি শুভঙ্কর বিশ্বাস সিআইডির কাছে জানতে চান ১২ দিনের সিআইডির হেফাজত দেওয়া হয়েছিল, তাতে কিছুই পাওয়া গেছে কি না।

সিআইডির কর্মকর্তারা বিচারপতি শুভঙ্কর বিশ্বাসকে জানান, বেশ কিছু তথ্য পাওয়া গেছে, আরও কিছু দিনের হেফাজতে দিলে তদন্তের অগ্রগতি আসবে।

Advertisement

এরপর বিচারপতি শুভঙ্কর বিশ্বাস অভিযুক্ত জিহাদকে ২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। অর্থাৎ পরবর্তী শুনানির দিন আগামী ৭ জুন।

অভিযুক্তে জিহাদ হাওলাদারের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ), ৩০২ (অপরাধমূলক নরহত্যা), ২০১ (তথ্য প্রমাণ লোপাট) এবং ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র)- এই চার জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে।

ডিডি/এমএসএম

Advertisement