দেশজুড়ে

‘খরচ চাওয়ার’ প্রতিবাদে এজেন্টশূন্য কেন্দ্র

কুমিল্লার নাঙ্গলকোটে নির্ধারিত সময়ে পর এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তার ওপর ক্ষুব্ধ হয়ে এক কেন্দ্রের সকল প্রার্থীর এজেন্ট বের হয়ে গেছেন। এতে এজেন্টশূন্য হয়ে পড়েছে ভোটকেন্দ্র। এনিয়ে কেন্দ্রের বাহিরে প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজন বিরাজ করছে।

Advertisement

বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের তুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় এ চিত্র।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা সরোয়ার আলম জাগো নিউজকে বলেন, নির্ধারিত সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ৮টা ৩৫ মিনিটে আনারস প্রতীকের প্রার্থী আবু ইউসুফ ভূঁইয়ার এক এজেন্ট কেন্দ্রে ঢুকতে আসেন। নির্দিষ্ট সময়ের পরে আসায় তাকে ঢুকতে দিইনি। তাই তারা সকল প্রার্থীর সমর্থক নিয়ে কেন্দ্রের এজেন্টদের বের করে নিয়ে গেছেন। এরপর থেকে তারা কেন্দ্রে ভোটার আসতে দিচ্ছেন না।

এদিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থীর সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক বলেন, পুলিশ ও প্রিসাইডিং কর্মকর্তা আমাদের কাছে খরচ চেয়েছিলেন। আমরা না দেওয়ায় যে সকল এজেন্ট দেরিতে এসেছেন তাদের ঢুকতে দেননি। তাই আমরা সকল প্রার্থীর সমর্থকরা মিলে ওই কর্মকর্তার প্রত্যাহার দাবি করছি।

Advertisement

আনারস প্রতীকের কেন্দ্রের প্রধান এজেন্ট আবু সুফিয়ান জুলিয়াস ও কাপ পিরিচ প্রতীকের প্রার্থীর এজেন্ট সাইফুল ইসলামও একই অভিযোগ করেছেন।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

Advertisement