পুরো নাম সাইদ হাসান টিপু। শ্রোতাদের কাছে তিনি পরিচিত ‘অবসকিউর’ ব্যান্ডের টিপু নামে। বাংলা ব্যান্ড সংগীতের প্রতিষ্ঠার পেছনে যে কজন মেধাবী মানুষদের অবদান তাদের মধ্যে অন্যতম হলেন এই টিপু। সেই ৮০’র দশকের মাঝামাঝি সময়ে যখন বাংলা ব্যান্ড সংগীত ছিল স্রোতের বিপরীতে চলা একটি কঠিন ও বন্ধুর পথ সেই সময়ের শ্রোতাদের কাছে টিপুর গান বা ‘অবসকিউর’ ব্যান্ডের গান পৌঁছে যায় সব শ্রেণির শ্রোতাদের কাছে।অর্থাৎ ড্রইংরুমের শ্রোতা থেকে শুরু করে গ্রামের শ্রোতাদের কাছে। কারণ টিপু’র কণ্ঠটা ছিল অসম্ভব সুন্দর মেলোডি ভরা এক কণ্ঠ। কিশোর, তরুণ থেকে শুরু করে মধ্য বয়সী সবার কাছেই ‘অবসকিউর’ ব্যান্ডটি জনপ্রিয়তা পায়। সেই টিপু তার দল নিয়ে হাজির হচ্ছেন চ্যানেল আইয়ের পর্দায়। চ্যানেলটির জনপ্রিয় ও সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘গানের উৎসব’র আগামীকাল রোববার, ২৪ এপ্রিল প্রচারিতব্য পর্বে অংশ নেবেন তিনি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই বিকেল ২টা ৪০ মিনিট থেকে। উপস্থাপনা করবেন মৌসুমী বড়ুয়া ও পরিচালনা করবেন অনন্যা রুমা।এলএ/এবিএস
Advertisement