আন্তর্জাতিক

ভারতের লোকসভা নির্বাচন: কার কয়টি আসনে জয় নিশ্চিত হলো

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত, তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট ১৮৭ আসনে জয়লাভ করেছে। এর মধ্যে বিজেপি একাই জিতেছে ১৬৫ আসনে।

Advertisement

হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, বিজেপি ১৬৫ আসনে জেতার পাশাপাশি আরও ৭৬ আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ নাটকীয় কোনো পরিবর্তন না হলে ২৪১ আসনে জয়লাভ করবে নরেন্দ্র মোদীর দল।

আরও পড়ুন>>

বিজেপির স্বপ্ন গুঁড়িয়ে পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল সরকার গঠনের আশা ছাড়েনি কংগ্রেস, ইঙ্গিত নতুন অংশীদারের ফলাফল দেখে যা বললেন মোদী

আর বিরোধী জোট ইন্ডিয়া এখন পর্যন্ত ১৩৩ আসনে জয় নিশ্চিত করেছে। তারা এগিয়ে রয়েছে আরও ৯৮ আসনে। অর্থাৎ ফলাফল অপরিবর্তিত থাকলে ইন্ডিয়া জোট ২৩১ আসনে জয় পেতে যাচ্ছে।

Advertisement

২০১৯ সালের নির্বাচনে মাত্র ৯৪টি আসনে জিতেছিল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। অর্থাৎ এবারের নির্বাচনে বিস্ময়কর উন্নতি হয়েছে ভারতের প্রাচীনতম রাজনৈতিক দলটির।

শেষ খবর পাওয়া পর্যন্ত, কংগ্রেস এককভাবে ৬৮ আসনে জয়লাভ করেছে, এগিয়ে রয়েছে আরও ৩১ আসনে।

তাদের মিত্র সমাজবাদী পার্টি জিতেছে ২৩টিতে, এগিয়ে ১১টিতে; মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস জিতেছে ১৭ আসনে, এগিয়ে ১৪টিতে; এম কে স্ট্যালিনের ডিএমকে জিতেছে পাঁচ আসনে, এগিয়ে আরও ১৬টিতে, অরবিন্দ কেজরিয়ালের আম আদমি পার্টি মাত্র তিনটি আসনে জয়লাভ করেছে।

বিপরীতে, এনডিএ জোটের শরিক তেলেগু দেশম পার্টি (টিডিপি) জিতেছে চার আসনে, এগিয়ে ১২টিতে; জনতা দল ইউনাইটেড (জেডিইউ) জয়ী হয়েছে ছয়টি আসনে, এগিয়ে আরও ছয়টিতে।

Advertisement

এর বাইরে অন্যান্য দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৪টি আসনে জয়লাভ করেছেন, এগিয়ে রয়েছেন আরও চারটিতে।

কেএএ/