বিনোদন

নির্বাচনের ফলাফলের দিন কঙ্গনার বাড়িতে পূজা

বলিউড নায়িকা কঙ্গনা রানাউত রাজনীতির মাঠে পা রেখেই ভারতের লোকসভা নির্বাচনে লড়ার টিকিট পেয়েছেন। হয়েছেন বিজেপির প্রার্থী। তিনি হিমাচল প্রদেশের মণ্ডী কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন। আজ (৪ জুন) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হচ্ছে।

Advertisement

নির্বাচনের ফলাফল উপলক্ষে আজ সকালেই নিজের বাড়িতে পূজার মাধ্যমে দিনের সূচনা করেছেন কঙ্গনা। এলাকার এক মন্দিরেও পৌঁছে যান কঙ্গনা। সেখান থেকে কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। মন্দিরে যাওয়ার সময় তার মা সঙ্গে গিয়েছিলেন।

আরও পড়ুন:বিজেপির প্রার্থী কঙ্গনা রানাউত, কত সম্পত্তির মালিক তিনি?বলিউডের অনেক তারকা অবৈধ কাজ করেন: কঙ্গনা

কঙ্গনার প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, কঙ্গনাকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দিচ্ছেন তার মা। ক্যাপশনে অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী লিখছেন, ‘মা হলেন ঈশ্বরের রূপ। আজ আমার মা আমায় দই-মিষ্টি খাওয়ালেন।’

আজ মন্দিরে পূজা দেওয়ার পরে গণমাধ্যমকে কঙ্গনা বলেন, ‘পুরো দেশে মোদীর ঝড়ই বইছে। আগেও তা-ই বলেছিলাম। আমাদের হিমাচল প্রদেশেও একই চিত্র। আমার সৌভাগ্য যে, বিজেপি এক মেয়েকে লড়ার সুযোগ দিয়েছে।’

Advertisement

নির্বাচনের ভোটগণনায় প্রথম রাউন্ডের পর পিছিয়ে ছিলেন কঙ্গনা। এগিয়ে ছিলেন কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিংহ। কিন্তু বেলা গড়াতেই উল্টো দিকে ঘুরতে থাকে ফলাফল। এ মুহূর্তে এগিয়ে আছেন তিনি। তবে শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল কোন দিকে যায়- তা সময়ই বলে দেবে।

রাজনীতির মাঠে কিছু দিন আগে পা রাখলেও, রাজনৈতিক বিষয় নিয়ে প্রায়ই মন্তব্য করতেন অভিনেত্রী। বিভিন্ন বিষয়ে নরেন্দ্র মোদীর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় সরবও হতেন কঙ্গনা। তাই লোকসভা নির্বাচনে টিকিট পাওয়ার পর থেকেই একের পর এক প্রচার করেছেন কঙ্গনা।

এমএমএফ/জেআইএম

Advertisement