জাগো জবস

বিসিএসে একবার আবেদন করলেই দেওয়া যাবে পরের সব পরীক্ষা

বিসিএস পরীক্ষার জট লেগেই থাকে। এক বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতেই আরেক বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যায়। যে প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন, তিনি আরেক বিসিএসেও আবেদন করেন। ফলে ঝামেলা পোহাতে হয়। এ সমস্যা সমাধানে আবেদনকারীদের ইউনিক আইডি তৈরির উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৭তম বিসিএস থেকেই ইউনিক আইডি তৈরির পরিকল্পনা করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

Advertisement

নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী একবার আবেদন করলেই তার নামে একটি আইডি সক্রিয় থাকবে। চাকরির বয়স থাকা পর্যন্ত ওই আইডিতে ঢুকে কিছু তথ্য আপডেট করেই আরেক বিসিএসে সহজেই আবেদন করতে পারবেন প্রার্থী। পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সোহরাব হোসাইন বলেন, চাকরিপ্রার্থীরা প্রতিটি বিসিএসে আলাদা আলাদা আবেদন করেন। প্রতিবারই একই তথ্য পূরণ করেন। এটি একটি সময় সাপেক্ষ বিষয়। আমরা চাইছি, প্রার্থী একবার আবেদন করবেন। সেই সময় পিএসসি ওয়েবসাইটে তাদের তথ্য দিয়ে ফরম অনলাইনে পূরণ করবেন। সব তথ্য ঠিক থাকলে ফরম সাবমিট করবেন। এ কাজটি হবে শুধু একবার।

তিনি বলেন, একবার আবেদন করা প্রার্থীর ইউনিক আইডি তৈরি হয়ে থাকবে পিএসসিতে। পরে যতবার তিনি পরীক্ষা দেবেন, ততবার শুধু কিছু তথ্য আপডেট করলেই সেই আইডি দিয়েই আরেক বিসিএসে অংশ নিতে পারবেন। আবার কোন বিসিএসে কোন পর্যায়ে আছে তার আবেদন, সেটাও ওয়েবসাইটে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।

Advertisement

পিএসসি চেয়ারম্যান বলেন, আমরা চাইছি প্রার্থীদের ভোগান্তি কমাতে এবং পিএসসি আধুনিক করতে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিপ্রার্থীর ইউনিক আইডি থাকে। সেটি একবার পূরণ করলে তা থেকে যায়। ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে ওই প্রতিষ্ঠানের নানান পদের চাকরিতে আবেদন করতে পারেন তিনি। আমরাও সেই দিকে এগোতে চাচ্ছি।

আরও পড়ুন

বিসিএসে পিছিয়ে নারীরা, ১০০ ক্যাডারে ৭৫ জনই পুরুষ  খুলছে না বিসিএসের জট, ব্যর্থ রোডম্যাপ 

এদিকে, পিএসসির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। কয়েকজন প্রার্থীকে বিষয়টি অবগত করা হলে তারা জানান, অনেকে আছে নিজে পূরণ করতে পারেন না। দোকান থেকে করতে গেলে ভুল হয়। আলাদা টাকাও খরচ হয় বারবার আবেদনের ফরম পূরণে। বারবার ফরম পূরণের ঝামেলা যদি একবারেই চুকে যায়, তাহলে অনেকে উপকৃত হবেন।

পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসে ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। ৪১তম বিসিএসে রেকর্ডসংখ্যক ৪ লাখ ৭৫ হাজার প্রার্থীর আবেদনপত্র জমা পড়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি।

Advertisement

৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন, ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। আর সর্বশেষ ৪৬তম বিসিএসের ৩ লাখ ৩৮ হাজার জন প্রার্থী আবেদন করেন।

এএএইচ/এমএইচআর/জিকেএস