পদক প্রাপ্তির আনন্দ তো রয়েছেই, এর সঙ্গে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছেন রহিম স্টারলিং। ২০১৪ সালে ইউরোপের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার ‘ইউরোপিয়ান গোল্ডেন বয় অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন জ্যামাইকান বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার। আর সেই আনন্দে ২০ বছর বয়সী রহিম স্টারলিং বলেছেন, ‘আমার ও আমার পরিবারের জন্য নিঃসন্দেহে এই পদকপ্রাপ্তির বিষয়টি সীমাহীন আনন্দের।’ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের গত মৌসুমে লিভারপুলের হয়ে অনবদ্য পারফরমেন্সের পাশাপাশি চলতি বছর ব্রাজিল বিশ্বকাপ ফুটবলেও প্রশংসনীয় পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পদকটি জিতেছেন রহিম স্টারলিং। মনোনীতদের তালিকায় তিনি ছাড়াও আরও ৪ ইংলিশ ফুটবলার ছিলেন। এরা হলেন-লিউক স, জন স্টোনস, এরিক ডাইয়ার এবং কালাম চ্যাম্বার্স। এ ছাড়া ছিলেন অন্যান্য ইউরোপিয়ান লিগের আরও ৩৫ ফুটবলার।গত বছর এই পদকটি জিতেছিলেন ফ্রান্সের তরুণ ফুটবলার পল পগবা। দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে এই পদক জিতেছেন স্টারলিং। এর আগে ২০০৪ সালে পদকটি জিতেছিলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক ওয়েন রুনি।
Advertisement