জাতীয়

নৌ নিরাপত্তা সপ্তাহ পালিত হবে ৪-১০ জুন

দেশব্যাপী মঙ্গলবার (৪ জুন) থেকে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৪ শুরু হচ্ছে। এদিন ঢাকার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন।

Advertisement

‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান’ এ প্রতিপাদ্য সামনে রেখে সব বিভাগীয়, জেলা শহর ও গুরুত্বপূর্ণ নদী বন্দরে ১০ জুন পর্যন্ত চলবে এই নৌ নিরাপত্তা সপ্তাহ।

সোমবার (৩ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

দুর্ঘটনামুক্ত নৌ চলাচল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Advertisement

নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।

আরএমএম/এমআইএইচএস/এএসএম