নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য আরাফাত হোসেনকে (১৯) গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি মেমোরিকার্ড ও বিভিন্ন উগ্রবাদী লেখা সংবলিত ৩৮ পাতা স্ক্রিনশটের প্রিন্টেড কপি উদ্ধার করা হয়।
Advertisement
সোমবার (৩ জুন) এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি বারাইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ জুন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়। আরাফাত আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ও সমর্থক। তিনি ও তার অন্য সহযোগীরা ধর্মীয় অপব্যাখ্যাকে পুঁজি করে বাংলাদেশের সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশে আনসার আল ইসলামের কর্মকাণ্ডকে গতিশীল ও সংগঠিত করার চেষ্টা করে আসছিলেন।
তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাত করে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ইলেক্ট্রনিক মাধ্যম ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আনসার আল ইসলামের কথিত নেতা জসিম উদ্দিন রাহমানি ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বক্তব্যসহ বিভিন্ন উগ্রবাদী কন্টেন্টের প্রচার-প্রচারণার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বসাধারণকে প্ররোচিত করে আসছিলেন।
Advertisement
গ্রেফতার আরাফাত হোসেনের বিরুদ্ধে রামু থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান এটিইউয়ের এ কর্মকর্তা।
টিটি/এমকেআর/জেআইএম