খেলাধুলা

বিধ্বংসী বোলিং করে বিশ্বকাপে স্মরণীয় হয়ে আছেন মেন্ডিস

টি-টোয়েন্টি মানেই এখন ব্যাটারদের রাজত্ব। তবে এর মধ্যেও মোড় ঘুড়িয়ে দিতে পারেন একজন বোলার। এমনকি তার একটি স্পেলই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। এমন বোলিং পারফরম্যান্স বিশ্বকাপের মতো মঞ্চেও কম নেই।

Advertisement

এক সময় শ্রীলঙ্কার রহস্য স্পিনার অজন্তা মেন্ডিসই যেমন, ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হাম্বানতোতায় জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেট নিয়ে নিয়েছিলেন। ওই ম্যাচে চার ওভারে তিনি দিয়েছিলেন মাত্র ৮ রান, ছিল দুটি মেডেন ওভার। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। আগের সাত আসর মিলিয়ে এটিই এখনও পর্যন্ত সেরা বোলিং ফিগার।

এই তালিকার দুইয়ে আছেন আরও একজন শ্রীলঙ্কান। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মাটিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন রঙ্গনা হেরাথ। ৩ ওভার ৩ বল হাত ঘুরিয়ে সেদিন তিনি দিয়েছিলেন মাত্র ৩ রান!

তিনে আছেন একজন পাকিস্তানি। দেশটির একসময়ের তারকা পেসার উমর গুল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্য ওভালে ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। ৩ ওভার চার বলে ১০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে স্যাম কারান চার ও ৪ ওভারে ১৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে তালিকার পাঁচে আছেন আহসান মালিক। এ তালিকায় একটি ঘটনা আছে বাংলাদেশের বিপক্ষেও। ২০২১ সালে দুবাইয়ে অ্যাডাম জাম্পা ৪ ওভারে ১৯ রান দিয়ে পাঁচ উইকেট নেন বাংলাদেশের বিপক্ষে। বিশ্বকাপে পাঁচ উইকেট নিয়েছেন এমন বোলার কি বাংলাদেশের নেই? আছেন।

Advertisement

২০১৬ সালে ইডেন গার্ডেন্সে ৪ ওভারে ২২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিল ৭৫ রানে। শুরুতে নিউজিল্যান্ডকে ১৪৫ রানে আটকে রাখলেও বাংলাদেশ অলআউট হয় ৭০ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সেরা বোলিং যাদের

খেলোয়াড়

ওভার

মেডেন

Advertisement

রান

উইকেট

ইকনোমি

দল

প্রতিপক্ষ

ভেন্যু

তারিখ

অজন্তা মেন্ডিস

৪.০

২.০০

শ্রীলঙ্কা

জিম্বাবুয়ে

হাম্বানতোতা

১৮ সেপ্টে. ২০১২

রঙ্গনা হেরাথ

৩.৩

০.৮৫

শ্রীলঙ্কা

নিউজিল্যান্ড

চট্টগ্রাম

৩১ মার্চ ২০১৪

উমর গুল

৩.০

২.০০

পাকিস্তান

নিউজিল্যান্ড

 দ্য ওভাল

১৩ জুন ২০০৯

স্যাম কারান

৩.৪

১০

২.৭২

ইংল্যান্ড

আফগানিস্তান

 পার্থ

২২ অক্টো. ২০২২

আহসান মালিক

৪.০

১৯

৪.৭৫

নেদারল্যান্ডস

দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রাম

২৭ মার্চ ২০১৪

অ্যাডাম জাম্পা

৪.০

১৯

৪.৭৫

অস্ট্রেলিয়া

বাংলাদেশ

দুবাই

০৪ নভে. ২০২১

মুজিব-উর রহমান

৪.০

২০

৫.০০

আফগানিস্তান

স্কটল্যান্ড

শারজাহ

২৫ অক্টো. ২০২১

মোস্তাফিজুর রহমান

৪.০

২২

৫.৫০

বাংলাদেশ

নিউজিল্যান্ড

ইডেন গার্ডেন্স

২৬ মার্চ ২০১৬

জেমস ফকনার

৪.০

২৭

৬.৭৫

অস্ট্রেলিয়া

পাকিস্তান

মোহালি

২৫ মার্চ ২০১৬

লাসিথ মালিঙ্গা

৪.০

৩১

৭.৭৫

শ্রীলঙ্কা

ইংল্যান্ড

পাল্লেকেলে

০১ অক্টো. ২০১২

আইএইচএস/