দেশজুড়ে

ফটিকছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ কর্মী নিহত, মা গুলিবিদ্ধ

পার্বত্য খাগড়াছড়ির সীমান্তঘেঁষা চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় প্রতিপক্ষের গুলিতে রেদাশা মারমা (২৫) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন। এসময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হয়েছেন তার মা।

Advertisement

শনিবার (১ জুন) দিনগত গভীর রাতে ফটিকছড়ি উপজেলার ছাইল্লাচ্ছর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেদাশা মারমা ওই এলাকার নেদাক্কা মারমার ছেলে। তিনি ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন বলেন, ঘটনাস্থল ফটিকছড়ি হওয়ায় সংশ্লিষ্ট থানা এ বিষয়ে ব্যবস্থা নেবে। তবে এ ঘটনায় গুলিবিদ্ধ নারীকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি নুরুল কবীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিকের সন্ত্রাসীদের দায়ী করেছেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস

Advertisement