বিনোদন

৭ দিনে ৬ কনসার্টে ‘সোনার বাংলা সার্কাস’

পাঁচ সদস্য নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডটি। এটি দেশের বিভিন্ন প্রান্তে স্টেজ শো করে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। চলতি মাসে একটানা ৭ দিনে দেশের বিভিন্ন জায়গায় ৬টি কনসার্টে অংশ নেবে ‘সোনার বাংলা সার্কাস’।

Advertisement

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘সোনার বাংলা সার্কাস’ গানের দলটির অন্যতম সদস্য প্রবর রিপন। এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৩ থেকে ৯ জুন এ কনসার্ট চলবে। শ্রোতাদের প্রিয় গানগুলো এখানে উপস্থানের চেষ্টা করবো আমরা। আশা করছি আমাদের কনসার্টগুলো সবার কাছে উপভোগ্য হবে।

আরও পড়ুন:

জুনে আসছে ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ভক্তদের জন্য যে ঘোষণা দিয়েছে ‘সোনার বাংলা সার্কাস’

তবে দেশের কোনো কোনো স্থানে ‘সোনার বাংলা সার্কাস’ কনসার্টে অংশ নিচ্ছে তা জানতে চাইলে প্রবর রিপন বলেন, এ বিষয়টি নিয়ে কিছু বাধ্যবাধকতা থাকার কারণে প্রকাশ করতে পারছি না। তবে এইটুকু বলতে পারি কনসার্টগুলো সবার জন্য উন্মুক্ত নয়।

Advertisement

এদিকে এই মাসে তাদের দ্বিতীয় অ্যালবাম বাজারে আসছে। এ অ্যালবামে ১৬টি গান থাকবে বলে জানা গেছে।

২০১৮ সালে গঠিত হয়েছে ‘সোনার বাংলা সার্কাস’। বছর দেড়েক পর তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশ হয়। বর্তমানে ব্যান্ডটির লাইন আপে রয়েছেন- প্রবর রিপন (ভোকাল), পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটার), হাসিন আরিয়ান (ড্রামস), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কীবোর্ড)।

এমআই/এমএমএফ/এমএস

Advertisement