আন্তর্জাতিক

বুথ ফেরত জরিপে পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে শনিবার (১ জুন) ছিল শেষ দফার নির্বাচন। পশ্চিমবঙ্গে শেষ দফার ৯ আসনের দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতার উত্তরকেন্দ্রে ভোট নেওয়া হয়েছে।

Advertisement

গণতন্ত্রের উৎসবে পশ্চিমবঙ্গের সর্বত্রই উৎসবের মেজাজে ভোটগ্রহণ হয়েছে। বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ কলকাতার ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন ভোট দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে ছিলেন তার ভাইয়ের স্ত্রী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কাজরী ব্যানার্জী।

সাদা তাঁতের শাড়ি পড়ে পায়ে হাওয়াই চটি দিয়ে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে আসেন মুখ্যমন্ত্রী মমতা। গাড়ি থেকে নেমে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের হাতজোড় করে নমস্কার জানিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে এসে ভিকটরি সাইন অর্থাৎ জয়ের চিহ্ন দেখান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

তবে পশ্চিমবঙ্গে এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে রাজ্যটির ক্ষমতাসীন দল মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেসকে। কারণ আসন ভাগাভাগি নিয়ে মতানৈক্য থাকায় এই নির্বাচনে আলাদা ভাবে লড়েছে ইন্ডিয়া জোটের প্রধান দুই শরিক দল কংগ্রেস ও তৃণমূল। এরাজ্যে ৪২টি লোকসভার আসন রয়েছে। বিভিন্ন সংস্থার এক্সিট পোল অনুযায়ী এই নির্বাচনে ভালো ফল করতে চলেছে বিজেপি।

Advertisement

শতাংশ হিসাবে মাত্র এক শতাংশ বেশি ভোট পেয়ে পশ্চিমবঙ্গে বিজেপির পাল্লা ভারী। তৃণমূল কংগ্রেসে পেতে পারে ৪১ দশমিক ৫ শতাংশ ভোট, বিজেপি ৪২ দশমিক ৫ শতাংশ ভোট, বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস জোট ১৩ দশমিক ২ শতাংশ ভোট।

সর্বভারতীয় টিভি চ্যানেল জি নিউজ-সি এনএক্স'এর এক্সিট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে ২১-২৫ আসন, তৃণমূল পেতে পারে ১৬-২০ আসন। রিপাবলিক টিভি-পি মার্ক' এর জরিপ অনুযায়ী ২২ আসনে জয় পেতে পারে বিজেপি, ২০ আসনে জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে কংগ্রেস ও সিপিআইএমকে খালি হাতেই ফিরতে হতে পারে।

রিপাবলিক ভারত-ম্যাট্রিজ যৌথ জরিপ অনুযায়ী বিজেপি জয় পেতে পারে ২১-২৫ আসনে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৬-২১ আসন। তবে সি ভোটার জরিপে পশ্চিমবঙ্গে ৪২টা আসনে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩-১৭ টি আসন, বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন, বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেস জোট পেতে পারে ১-৩টি আসন।

সব জরিপে এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে থেকে বিজেপি সব থেকে বেশি সংখ্যক আসন পেতে চলছে।

Advertisement

গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল জয় পায় ২২টি আসনে, বিজেপি পায় ১৮টি আসন। কংগ্রেস ২টি আসনে জয়লাভ করে।

ডিডি/এমএসএম