দেশজুড়ে

মেঘনায় নিষিদ্ধ জালে মাছ ধরায় ৬ জেলে আটক

চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্টজালে মাছ ধরায় ৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। একই সময় জব্দ করা হয় ৯০০ মিটার কারেন্টজাল এবং দুটি মাছ ধরার কাঠের নৌকা।

Advertisement

শনিবার (১ জুন) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তারা হলেন, মো. মারুফ ছৈয়াল (৩৬), নুর মোহাম্মদ শেখ (৪০), মো. জহির খান (৫০), সুমন ত্রিপুরা (৪০), সাদ্দাম ঢালি (২৫), মো. নাসির বৈদ্য (৩০)। এদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ওসি কামরুজ্জামান বলেন, শুক্রবার রাতে মেঘনা নদীর মিনি কক্সবাজার নামক এলাকা থেকে নিষিদ্ধ কারেন্টজালে মাছ ধরা অবস্থায় তাদেরকে আটক করা হয়। এ সময় জেলেদের হেফাজতে থাকা ৯০০ মিটার কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

Advertisement

ওসি আরও বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে আছে।

এমএসআই/আরএইচ/জেআইএম