খেলাধুলা

‘ইউনিভার্স বসের’ ছক্কার রেকর্ড ভাঙবেন কে?

টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার বন্যা। আর ক্রিকেটে চার-ছক্কার ধুম-ধাড়াক্কা মার দেখতে কে না ভালোবাসেন! দর্শকদের আগ্রহও তাই বাড়ছে অনুমিতভাবেই।

Advertisement

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তেমন কিছুর দেখা মেলবে বলেই ধারণা সবার; কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড কার দখলে? উত্তরটা হয়তো অনেকেই সঠিকভাবেই ধরে নিতে পারবেন।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে এবার বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এর আগ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের। তার ছক্কার রেকর্ড এবারের আসরেও ভাঙার খুব বেশি সম্ভাবনা নেই। ৩৩ ম্যাচ খেলে ৬৩টি ছক্কা হাঁকিয়েছেন গেইল।

তারপরের দ্বিতীয় নামটি রোহিত শর্মার। এবারের বিশ্বকাপে অবশ্য যাচ্ছেন তিনি, করবেন ভারতের অধিনায়কত্বও। তবে তার ছক্কা কেবল ৩৫টি, অথচ গেইলের চেয়ে ৬ ম্যাচ বেশি খেলেছেন তিনি। গেইলের রেকর্ড ভাঙতে হলে তাকে মোট ২৮টি ছক্কা হাঁকাতে হবে।

Advertisement

তিনে থাকা জশ বাটলারও যাচ্ছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। ইংল্যান্ডের অধিনায়কত্বও করবেন তিনি। ২৭ ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি করেছেন তিনি। তার ছক্কা সবমিলিয়ে ৩৩টি। সেরা পাঁচে থাকা বাকি দুজন এখন ক্রিকেট থেকে অবসরে।

ভারতের যুবরাজ সিং ৩১ ম্যাচ খেলে ৩৩টি ছক্কা হাঁকিয়েছেন। এর মধ্যে আছে স্টুয়ার্ট ব্রডকে হাঁকানো তার ছয় ছক্কাও। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের ২৪ ম্যাচে ছক্কা ৩১টি। সেরা দশে থাকা বাকি নামগুলোর ভেতর এবার বিশ্বকাপে থাকছেন কেবল বিরাট কোহলি। ২৭ ম্যাচে ২৮ ছক্কা তার।

সুতরাং, চোখ বন্ধ করেই বলে দেয়া যায়, স্বঘোষিত ইউনিভার্স বস ক্রিস গেইলের ছক্কার রেকর্ড ভাঙা খুব একটা সহজ কাজ নয়। অনেকদিন টিকে থাকবে তার এই রেকর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন যারা

খেলোয়াড়

Advertisement

সময়কাল

ম্যাচ

রান

সর্বোচ্চ

স্ট্রা.রেট

১০০

৫০

ক্রিস গেইল

২০০৭-২০২১

৩৩

৯৬৫

১১৭

১৪২.৭৫

৬৩

রোহিত শর্মা

২০০৭-২০২২

৩৯

৯৬৩

৭৯*

১২৭.৮৮

৩৫

জস বাটলার

২০১২-২০২২

২৭

৭৯৯

১০১*

১৪৪.৪৮

৩৩

যুবরাজ সিং

২০০৭-২০১৬

৩১

৫৯৩

৭০

১২৮.৯১

৩৩

শেন ওয়াটসন

২০০৭-২০১৬

২৪

৫৩৭

৮১

১৪০.৯৪

৩১

ডেভিড ওয়ার্নার

২০০৯-২০২২

৩৪

৮০৬

৮৯*

১৩৩.২২

৩১

এবি ডি ভিলিয়ার্স

২০০৭-২০১৬

৩০

৭১৭

৭৯*

১৪৩.৪০

৩০

বিরাট কোহলি

২০১২-২০২২

২৭

১১৪১

৮৯*

১৩১.৩০

১৪

২৮

ডোয়াইন ব্রাভো

২০০৭-২০২১

৩৪

৫৩০

৬৬*

১২৬.৭৯

২৫

মাহেলা জয়াবর্ধনে

২০০৭-২০১৪

৩১

১০১৬

১০০

১৩৪.৭৪

২৫

 

আইএইচএস/