দুধ অত্যন্ত পুষ্টিকর ও সুষম একটি খাবার। শারীরিক শক্তি–সামর্থ্য ঠিক রাখতে ও আরও মজবুত করতে দুধের বিকল্প নেই। কেবল শিশু-কিশোর নয়, তরুণ, মধ্যবয়সী ও বয়সী সব মানুষেরই নিয়মিত দুধ পান করা অপরিহার্য।
Advertisement
তবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের মূল্যই সাধারণ ও স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সেই সঙ্গে বেড়েছে দুধের দামও। আসুন জেনে নেওয়া যাক, কোন দেশে লিটারপ্রতি দুধ কত দামে (বাংলাদেশি মুদ্রার হিসাবে) বিক্রি হচ্ছে। সার্বিয়াভিত্তিক অনলাইন ডেটাবেজ নামবিওর (এনইউএমবিইও) ওয়েবসাইট থেকে এসব দাম সংগ্রহ করা হয়েছে।
নামবিও’র জরিপ অনুযায়ী, সবচেয়ে বেশি দামে দুধ বিক্রি হচ্ছে ক্যারিবিয়ান দেশ জ্যামাইকাতে। সেখানে এক লিটার তরল দুধ গড়ে প্রায় ৩৯৪ টাকায় বিক্রি হচ্ছে। আর বর্তমানে সবচেয়ে কম দামে দুধ বিক্রি হচ্ছে তিউনিসিয়ায়। সেখানে এক লিটার দুধের দাম ৫৪ টাকার কিছু বেশি।
আর উচ্চ মানের দুগ্ধজাত পণ্যের জন্য সবেচেয়ে বিখ্যাত দেশ নিউজিল্যান্ডে লিটারপ্রতি দুধ বিক্রি হচ্ছে গড়ে ২১৮ টাকায়। সুইজারল্যান্ডে এক লিটার দুধের দাম ২২৪ টাকা। অস্ট্রেলিয়ায় লিটারপ্রতি দুধ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। আর কানাডায় লিটারপ্রতি দুধের দাম এখন ২৫৩ টাকা।
Advertisement
এদিকে, যুক্তরাষ্ট্রে এক লিটার দুধের দাম প্রায় ১২৪ টাকা, যেখানে রাশিয়ায় এক লিটার দুধ বিক্রি হচ্ছে প্রায় ১০২ টাকায়। অন্যদিকে, ইউক্রেনে এখন লিটারপ্রতি দুধ বিক্রি হচ্ছে ১১২ টাকার কিছু বেশিতে।
ব্রাজিলে বর্তমানে এক লিটার দুধ বিক্রি হচ্ছে প্রায় ১২১ টাকায়। অন্যদিকে আর্জেন্টিনায় লিটারপ্রতি দুধের দাম এখন প্রায় ১১৫ টাকা।
এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামে দুধ বিক্রি হয় চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে। এখানে এক লিটার দুধের দাম প্রায় ৩৮১ টাকা। ভারতে এক লিটার দুধ গড়ে ৫৮ দশমিক ৪৬ রুপিতে বিক্রি হচ্ছে, বাংলাদেশি টাকায় যা ৮২ টাকার কিছু বেশি। আর পাকিস্তানে লিটারপ্রতি দুধ বিক্রি হচ্ছে ২১৩ দশমিক ৩৬ পাকিস্তানি রুপিতে বা প্রায় ৯০ টাকায়।
চীনে এক লিটার দুধের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৩ টাকা। চীনের প্রতিবেশী দেশ জাপানে দুধের দাম লিটারপ্রতি গড়ে ১৬১ টাকা। নেপালে ৯২, ভুটানে ১০০, ইন্দোনেশিয়ায় ১৪৬, মালয়েশিয়ায় ১৭৮, শ্রীলঙ্কায় ১৮৭ টাকা, থাইল্যান্ডে ১৮৮, ফিলিপাইনে ১৯৮ টাকা, দক্ষিণ কোরিয়ায় ২৪১, তাইওয়ানে ৩৫০, সিঙ্গাপুরে ৩৩১ ও ভিয়েতনামে ১৬৮ টাকায় লিটারপ্রতি দুধ বিক্রি হচ্ছে।
Advertisement
এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে দুধের দাম সবচেয়ে বেশি কাতারে। দেশটিতে এক লিটার দুধের দাম ২৪৫ টাকা। সৌদি আরবে প্রায় ১৯৫ টাকা, সংযুক্ত আরব আমিরাতে ২৩১, ওমানে ২১৬, ইসরায়েলে ২০৮, কুয়েতে ১৭৯, জর্ডানে ১৭৩, ইরাকে ১৪৬, ইরানে ৭৬, ফিলিস্তিনে ২০৫ ও বাহরাইনে ১৪০ টাকার আশেপাশে লিটারপ্রতি দুধ বিক্রি হচ্ছে।
সূত্র: এনইউএমবিও
এসএএইচ