জাতীয়

প্রকাশ্যে ভোট চাওয়ায় দুর্যোগ প্রতিমন্ত্রীকে ইসির তলব

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে পছন্দের তিন প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২ জুন) বিকেলে ইসিতে ব্যক্তিগতভাবে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Advertisement

শুক্রবার (৩১ মে) ইসির এ সিদ্ধান্ত জানিয়ে প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল। চিঠিতে প্রতিমন্ত্রী যাদের পক্ষে ভোট চেয়েছেন সেই তিনজন প্রার্থীকেও ইসিতে তলব করা হয়েছে।

তারা হলেন- রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী মু. সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যানপ্রার্থী রওশন মৃধা ও নারী ভাইস চেয়ারম্যানপ্রার্থী বেগম ফেরদৌসী পারভীন। ব্যক্তিগতভাবে তাদের ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

দুর্যোগ প্রতিমন্ত্রীকে দেওয়া ইসির চিঠিতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৫ জুন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী ৩১ মে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া ঘাট নামক স্থানে ও চালতাবুনিয়া ইউনিয়নের চালতাবুনিয়া বাজারে ত্রাণ বিতরণ করেন। এসময় তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট দেওয়ার আহ্বান জানান। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Advertisement

উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬–এর বিধি ২২ অনুসারে একজন সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মহিববুর রহমানের প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ আচরণবিধি লঙ্ঘন। এ আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা জানতে ইসি সিদ্ধান্ত দিয়েছে।

এমওএস/এমএএইচ/এএসএম