তথ্যপ্রযুক্তি

এখন অ্যান্ড্রয়েড ফোনে দেখা যাবে অ্যাপল টিভি

 

এখন অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপল টিভি দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন কোম্পানি অ্যাপল। আইফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও, বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা এখনো সবচেয়ে বেশি। আর সেই বিপুল মানুষ এতদিন অ্যাপল টিভি প্লাস থেকে বঞ্চিত ছিলেন।

Advertisement

অবশেষে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবে অ্যাপল টিভি লঞ্চ করার সিদ্ধান্ত নিল সংস্থা। এর আগে শুধু আইফোন এবং নির্দিষ্ট কয়েকটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতেই অ্যাপল টিভি অ্যাক্সেস করা যেত। তবে সেই পরিষেবার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এরই মধ্যে তার জন্য ইঞ্জিনিয়ার নিয়োগ করা শুরু করেছে অ্যাপল।

আরও পড়ুন

পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকারের কত সময় লাগে জানেন? 

অ্যাপল টিভি প্লাসে একাধিক অরিজিনাল শো, সিনেমা এবং ডকুমেন্টরি দেখানো হয়। তাছাড়া বিশ্বজুড়ে ওটিটি পরিষেবা হিসেবে বেশ জনপ্রিয় অ্যাপল টিভি প্লাস। এই সুবিধা অ্যান্ড্রয়েড ফোনে চালু হলে ব্যবহারকারীরা অন্যান্য চ্যানেল, যেমন- এইচবিও, শোটাইম সাবস্ক্রাইব করতে পারবেন। অ্যাপের মধ্যে সিনেমা কেনা ও ভাড়া নেওয়া যাবে।

Advertisement

এর আগে অ্যাপল মিউজিকের সঙ্গেও এমনটাই করেছিল কোম্পানি। ২০১৫ সালে শুধু আইওএস ডিভাইসের জন্য লঞ্চ হয় অ্যাপল মিউজিক। তবে সেই বছরই অ্যান্ড্রয়েড ফোনেও পরিষেবাটি শুরু করার সিদ্ধান্ত নেয় সংস্থা। ২০১৯ সালে লঞ্চ হয় অ্যাপল টিভি অ্যাপ। এখন পর্যন্ত এটি আইফোন ও কিছু অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতেই সীমাবদ্ধ।

মোবাইল ডিভাইস ছাড়াও রোকু, অ্যামাজন ফায়ার স্টিক, প্লে স্টেশন এবং এক্স বক্সেও রোল আউট হওয়া শুরু হয়েছে অ্যাপল টিভি। বিশ্বজুড়ে স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের কাছে অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয়তা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

আরও পড়ুন

পুরোনো স্মার্টফোন ৬ কাজে লাগাতে পারেন  হ্যাকার পাসওয়ার্ড জানবে না, সেটিংসে ছোট্ট পরিবর্তন করুন 

সূত্র: ব্লুমবার্গ, টমস গাইড

Advertisement

কেএসকে/জিকেএস