দুর্দান্ত অভিনয় আর সংলাপে দর্শক হৃদয় জয় করেছেন হুমায়ুন ফরীদি। কিংবদন্তি এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৭২তম জন্মদিন পালন করতেন তিনি। কিন্তু অমোঘ নিয়ম সবাইকেই মানতে হয়। মেনে নিয়েছেন তিনিও। তিনি আমাদের মাঝে নেই। তবে বেঁচে আছেন ভক্তদের অন্তরে।
Advertisement
হুমায়ুন ফরীদির জন্মদিন ঘিরে সরব ছিল সোশ্যাল মিডিয়া। গুণী এই অভিনেতাকে নিয়ে নিজেদের আইডিতে পোস্ট করেছেন অনেকেই। স্মৃতিচারণ করেছেন কেউ কেউ। জন্মদিনে শুভেচ্ছা ও শুভাশিষ জানিয়েছেন শোবিজ তারকারাও। ভালোবাসায় স্মরণ করেছেন তাঁকে।
নাজমুল আহসান নামে একজন তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় অভিনেতা হুমায়ুন ফরীদি... জীবনের উদ্যান ছেড়ে পরপারের বাসিন্দা হয়ে ভালো থাকুন...।’
বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র গ্রুপে পোস্ট করা হয়েছে, ‘শুভ জন্মদিন! বিশিষ্ট অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন ফরীদি। আপনার স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা।’
Advertisement
আরও পড়ুন
ব্যান্ডশিল্পী পিয়ালের জন্য শোকগাথা আজ নেট দুনিয়ায় মায়ের বন্দনাকবি ও সাংবাদিক শব্দনীল লিখেছেন, ‘আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি... হুমায়ুন ফরীদির সঙ্গে আপাতত একটা মিল আছে... শুভ জন্মদিন।’
অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ফরীদি ভাই... আপনার অভাব কখনো পূরণ হবার নয়। তাই তো এখনো গভীর রাতে আপনার ছবি আঁকি ক্যানভাসে... নানান রেখায় জীবন্ত হয়ে ওঠেন আপনি, স্মরণ করি গভীর শ্রদ্ধায়... হুমায়ুন ফরীদি... একজনই... শুভ জন্মদিন ফরীদি ভাই।’
১৯৫২ সালের এই দিনে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি এই অভিনেতা। জন্ম ঢাকায় হলেও শৈশব-কৈশোর কেটেছে ঢাকায় বাইরে। বাবার চাকরির সুবাদে ঘুরতে হয়েছে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুরসহ অনেক জেলা।
Advertisement
মঞ্চ নাটক, সিনেমা, টিভি নাটক মিলিয়ে দুর্দান্ত সব কাজ করেছেন। তিন দশকের বর্ণিল ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র। চরিত্রের সঙ্গে অনায়াসেই মিশে যেতে পারতেন। ফলে আসল নাম ফেলে ‘কান কাটা রমজান’ নামেই খ্যাত হয়েছিলেন দর্শকের কাছে। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান এ অভিনেতা।
এসইউ/জিকেএস